নিজের দক্ষতায় ফুটপাথ থেকে আজ রাজপ্রাসাদে উঠে এসেছেন গৌরাঙ্গ চক্রবর্ত্তী ওরফে মিঠুন চক্রবর্তী। তাঁর অভিনয় নিয়ে কেউ কোনও দিন প্রশ্ন তুলতে পারেনি। তবে এবার শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা ঋত্বিক রোশনদের কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী কীভাবে হল তাই নিয়ে মুখ খুললেন মহাগুরু।
এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, “শাহরুখ খান, সলমন খান এখনও পর্যন্ত সিঙ্গল স্ক্রিনেই আস্থা রাখেন। সিঙ্গল স্ক্রিনই তাঁদের সুপারস্টার তৈরি করেছেন। তাই নিজে দাঁড়াতে হলে এই বিষয় ভাবতে হবে, যত্নশীল হতে হবে”।
তিনি আরও যোগ করেন, “অমিতাভ বচ্চন, আমির খান, হৃত্বিক রোশন এরাও সিঙ্গল স্ক্রিনের হাত ধরেই দাঁড়িয়েছেন, তাই তাঁদের কেরিয়ার গ্রাফ এতটা দীর্ঘ। সাধারণত ছবি ২ থেকে ৩ দিনের ব্যবসা, সেখান থেকে সুপারস্টার হওয়া সম্ভবপর নয়। তোমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে”।
প্রসঙ্গত, ১৯৭৬ সালে মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। জিতে নেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার। এরপর মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে কার্যত হারিয়ে যাচ্ছিলেন তিনি। এরপরে, তাঁকে খ্যাতির আলোয় নিয়ে এল ‘ডিস্কো ডান্সার’ ছবিটি। শুধু অভিনয় নয়, মিঠুন পরিচিত হলেন এক দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবেও।