গসিপ

মাত্র চার মাসের প্রথম বিবাহিত জীবন! প্রথম স্ত্রীর সঙ্গে কেন বিচ্ছেদ হয়েছিল মিঠুনের?

নিজের দক্ষতায় ফুটপাথ থেকে আজ রাজপ্রাসাদে উঠে এসেছেন গৌরাঙ্গ চক্রবর্ত্তী ওরফে মিঠুন চক্রবর্তী। তাঁর অভিনয় নিয়ে কেউ কোনও দিন প্রশ্ন তুলতে পারেনি সাংসারিক জীবনেও তিনি অত্যন্ত সুবোধ বালক। কিন্তু এই নায়কের ব্যক্তিগত জীবনেও এমন কিছু ঘটনা আছে যা শুনলে অবাক হতে হয়।

জানা যায় যোগিতা বালির সঙ্গে বিয়ে হওয়ার আগে হেলেনা লুক নামে এক বিদেশিনীর প্রেমে পড়েছিলেন মিঠুন। কাজের সূত্রেই দু’জনের আলাপ। হেলেনাকে দেখেই তাঁর প্রেমে পড়েন মিঠুন। এমনকি এই বিদেশি কন্যার সঙ্গে বিয়েও সারেন তিনি। তবে তার স্থায়িত্ব কাল হয়েছিল মাত্র ৪ মাস।

জানা যায়, মিঠুন-হেলেনার সংসার শুরু হয় ১৯৭৯ সালে । কিন্তু নতুন সফর ঠিক মতো শুরু হওয়ার আগেই তাসের ঘরের মতো ভেঙে যায় তাঁদের সংসার। মাত্র চার মাস টিকেছিল তাঁদের সংসার।এখন নিউ ইয়র্কেই থাকেন তিনি।
মিঠুুনের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করে জীবন গুছিয়ে নেন হেলেনা।

মিঠুনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে হেলেনা বলেন, মিঠুন বিশাল বড় তারকা হয়ে গেলেও তাঁর সঙ্গে থাকবেন না হেলেনা। একইসঙ্গে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘মিঠুন যে ভাবে প্রচারের জন্য মহিলাদের ব্যবহার করে, তাঁদের সঙ্গে আচরণ করে, সেটা দেখে ঘৃণা হয়।’

এদিকে জানা যায়, অভিনেত্রী সারিকার সঙ্গেও সম্পর্ক ছিল মিঠুনের৷ কিন্তু, সেই সম্পর্কেও চির ধরে৷ সূত্রের খবর, সারিকার সঙ্গে যখন মিঠুন চক্রবর্তীর ভাঙন ধরছে, তখন মডেল ও অভিনেত্রী হেলেনা লুকের সঙ্গেও জনপ্রিয় অভিনেতা জাভেদ খানের ৫ বছরের সম্পর্কের টালমাটাল অবস্থা। সেই সময় হঠাৎ করেই হেলেনা ও মিঠুন ঘনিষ্ঠ হয়ে পড়েন৷ এরপর বিয়ে করলেও তা টেকেনি ৪ মাসের বেশি।

Back to top button