ভগবানের কাছে কোনও অভিযোগ নেই! দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েই অশ্রুজলে ভাসলেন মিঠুন

Avatar

Published on:

ভগবানের কাছে কোনও অভিযোগ নেই! দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েই অশ্রুজলে ভাসলেন মিঠুন

মুক্তি পেয়েছে শাস্ত্রী। কিন্তু নিজের ছবির প্রচারের দিনই শহরে থাকতে পারলেন না মিঠুন চক্রবর্তী। তার পেছনে অবশ্য রয়েছে বিশেষ কারণ। কারণ এদিনই নয়া দিল্লিতে অনুষ্ঠিত ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে হাজির তিনি। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী।

দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করতে গিয়ে চোখ ছলছল নায়কের। মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘এই মঞ্চে আমি আগেও তিনবার এসেছিলাম, প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার পর মাথাটা একটু খারাপ হয়েছিল। ভেবেছিলাম বড় কিছু করে ফেলেছি…. নিজেকে অ্যালপাচিনো ভাবছিলাম’।

   
 ⁠

এদিন মিঠুন চক্রবর্তী জানান, “কেরিয়ারের শুরুতে যখন না খেয়ে রাস্তায় দিন কাটত, তখন ভগবানের কাছে শুধু অভিযোগ করেছি। এত কষ্ট করেছি, হয়ত সেটা ভগবান সুদ সমেত ফিরিয়ে দিলেন। আজ আর কোনও অভিযোগ নেই”।

  
 ⁠

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “মিঠুনদার অসাধারণ অভিনয় যাত্রা পরবর্তী সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। আনন্দের সঙ্গে ঘোষণা করছি দাদাসাহেব ফালকে জুরি থেকে ঠিক করা হয়েছে এ বছর শ্রী মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। চলতি বছরের ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০ তম আন্তর্জাতিক ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি”।

নিজের দক্ষতায় ফুটপাথ থেকে আজ রাজপ্রাসাদে উঠে এসেছেন গৌরাঙ্গ চক্রবর্ত্তী ওরফে মিঠুন চক্রবর্তী। তাঁর অভিনয় নিয়ে কেউ কোনও দিন প্রশ্ন তুলতে পারেনি। সম্প্রতি তিনি পদ্মভূষণ সম্মান পেয়েছেন।