ওল্ড ইজ গোল্ড! ফের বড় পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি, কবে থেকে শুরু শুটিং?

পুরনো দিনের জনপ্রিয় জুটিকে যদি আবার নতুন মোড়কে টিভির পর্দায় দেখা যায়, তাহলে কেমন হয়? এবার তেমনটাই হতে চলেছে। আবার টিভির পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের জুটিকে। এমনটাই খবর টলি পাড়ায়।
জানা গিয়েছে, পরিচালক পথীকৃৎ বসুর নতুন ছবি ‘শাস্ত্রী’তে দেখা যাবে মিঠুন ও দেবশ্রীকে। ছবিটি প্রযোজনা করছেন অভিনেতা ও প্রযোজক সোহম চক্রবর্তী। এর আগে ত্রয়ী’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’, ‘ফেরারি ফৌজ’, ‘অভিমন্যু’, ‘টাইগার’, ‘শুকনো লঙ্কা’ ছবিতে তাদের একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।
বহুদিন বিরতি নেওয়ার পর আবার কাজে ফিরেছেন দেবশ্রী রায়। ‘কেমিস্ট্রি মাসি’ সিরিজের শুটিং হয়েছে। নাম ভূমিকায় দেখা যাবে সেখানে। ওটিটিতে এই সিরিজের মাধ্যমে পা রাখছেন তিনি।
এদিকে মিঠুনও এখন চুটিয়ে কাজ করছেন। সম্প্রতি শেষ হয়েছে ‘কাবুলিওয়ালা’র শুটিং। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে রহমতের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। জানা গিয়েছে, ছবিতে মিনির মা-বাবার চরিত্রে অভিনয় করছেন সোহিনী ও আবীর। শোনা গিয়েছিল মিনি রূপে আসবে এক নবাগতা শিশুশিল্পী। এবার সেই চরিত্রেই দেখা যাবে, ছোট্ট অনুমেঘাকে। জানা গিয়েছে, চিত্রনাট্যের খাতিরে সামান্য কিছু বদল আনা হয়েছে।