এই কাণ্ড হলে আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাব! কোন আশঙ্কার কথা প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী?

Published on:

এই কাণ্ড হলে আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাব! কোন আশঙ্কার কথা প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী?

সকলেই জানেন মিঠুন চক্রবর্তীর তিন ছেলে এক মেয়ে। তবে মেয়েটি দত্তক নেওয়া সেই কথাও সকলেরই জানা। এবার সেই মেয়েকে নিয়ে কথা বলতে গিয়েই প্রায় কেঁদে ফেললেন মিঠুন চক্রবর্তী। প্রকাশ করলেন আশঙ্কার কথা।

মেয়ে দিশানিকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন মহাগুরু। তারপর তাঁকে আইনি ভাবে দত্তক নেন তিনি এবং তাঁর স্ত্রী যোগিতা বালি। সেই মেয়েই আজ অনেক বড়! সিনেমা নিয়ে পড়াশোনা শেষ করেছেন। এই মেয়ের বিয়ের কথা উঠতেই এবার প্রায় কেঁদেই ফেললেন মিঠুন চক্রবর্তী।

   
 ⁠

এই গোটা ঘটনাটি ঘটেছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে। কনকাঞ্জলি থিমের উপর পারফর্ম করছিল এক প্রতিযোগী। আর সেই দেখেই মহাগুরুর চোখে জল আসে। এই গোটা বিষয়টি লক্ষ্য করেন বিচারকের আসনে থাকা শ্রাবন্তী।

  
 ⁠

এরপরেই শ্রাবন্তী মিঠুন চক্রবর্তীকে তাঁর সঙ্গে তার মেয়ের সম্পর্ক নিয়ে জানতে চান। সেই উত্তরে মহাগুরু বলেন, “মায়ের ঋণ কখনও শোধ করা যায় না।এটা যেদিন হবে আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাব”।