বিনোদন

দিতিপ্রিয়া, কোয়েলের পাশাপশি পিছিয়ে নেই ফুলকি, গৌরী, জগদ্ধাত্রীরাও! মহালয়ায় কে কোন ভূমিকায় থাকছেন জানেন?

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বাঁশ পড়তে শুরু হয়ে গিয়েছে। এদিকে পুজোর আগেই আরো একটি জিনিস অবশ্য বাঙালির আবেগকে প্রশয় দেয়। আর তা হল মহালয়া।

প্রতিবছরই টিভি চ্যানেল গুলো একেক জন তারকাকে দুর্গা বানিয়ে তাক লাগায়। তাই দর্শকরাও বেশ কৌতুহলী থাকে কোন বছর কোন চ্যানেল কাকে দুর্গা করছে তা দেখতে। এছাড়াও কোন চ্যানেলের দুর্গা কেমন পারফর্ম করলো, কোন চ্যানেলের মহালয়া বেশি ভালো হলো তাই নিয়েও চলে জোর টক্কর।

কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হচ্ছেন তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে এবার পিছিয়ে নেই সিরিয়ালের অভিনেত্রীরাও। মহালয়ায় তাদেরও দেখা যাবে বিভিন্ন রূপে। জগদ্ধাত্রী, গৌরী এদের কোন কোন চরিত্রে দেখা যাবে দেখে নেওয়া যাক।

জানা গিয়েছে, দেবী কালিকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাসকে। দেবী ব্রাহ্মণী হচ্ছেন ‘গৌরী’ ওরফে মোহনা মাইতি। ‘নিম ফুলের মধু’র পর্ণা ওরফে পল্লবী শর্মাকে দেখা যাবে দেবী কার্তিকী রূপে। দেবী শিবা হচ্ছেন শ্বেতা ভট্টাচার্য। দেবী চামুন্ডার ভূমিকায় দেখা যাবে শ্রাবণী ভুঁইয়াকে। ফুলকি ওরফে দিব্যাণী মণ্ডল হচ্ছেন দেবী লক্ষ্মী।

জি বাংলায় মহিষাসুরমর্দিনী করছেন সেই চ্যানেলের নায়িকারা। ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিককে দেখা যাবে দুর্গা হিসেবে। ফুলকি-তে কাজ করা অভিষেক বোস হবেন শিব। আর পার্বতী হবেন রাসমণি দিতিপ্রিয়া রায়। অসুর হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত অর্ণব। শেষ হয়েছে শুটিং পর্ব।

এদিকে স্টার জলসায় কোয়েল মল্লিক দুর্গা হতে পারেন বলে জল্পনা ছিলই। এবার তাতেই শিলমোহর দিয়েছেন অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে একটি স্ক্রিপ্টের ছবি শেয়ার করে নিলেন নিসপালের পত্নী। যাতে পার্বতীর ডায়লগ হাইলাইট করা। আর ক্যাপশনে কোয়েল লিখলেন, ‘মহালয়া #স্টার জলসা’।

অপর চ্যানেল কালারস বাংলায় দুর্গার রূপে কৌশানি মুখোপাধ্যায়কে দেখা যেতে পারে বলে খবর। ইতিমধ্যেই সেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। সম্প্রতি, আবার প্রলয় ওয়েব সিরিজে একেবারে অন্য রকম অভিনয় করে তাক লাগিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিনয়ের প্রশংসা করেছে বিভিন্ন মহল।

Back to top button