মহালয়ায় এগিয়ে কে, কোয়েল নাকি জগদ্ধাত্রী? সামনে এল রিপোর্ট কার্ড

মহালয়ায় কোন চ্যানেল কাকে দুর্গা করবে সেই নিয়ে চলে জোর টক্কর। এরপর কোন চ্যানেলের দুর্গা বেশি টিআরপি অর্জন করতে পারলো সেই রিপোর্ট কার্ড প্রকাশ পায়। এবারও তার অন্যথা হল না। জোর লড়াই চলল কোয়েল ও জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতার মধ্যে।
অনুরাগীরা কাকে বেশি পছন্দ করেছেন? এগিয়ে কে? রিপোর্ট কার্ড বলছে, অবশ্যই অভিজ্ঞতার দাম রয়েছে। কোনও রকম তর্ক বিতর্ক ছাড়াই এগিয়ে রয়েছেন কোয়েল। তবে অঙ্কিতার স্কোরও নেহাত কম নয়। তার টিআরপি রেটিংও বেশ ভালো।
স্টার জলসার মহালয়ায় কোয়েলকে দেখা গিয়েছিল দুর্গা রূপে। অনুষ্ঠানের নাম ছিল ‘যা দেবী সর্বভূতেষু’। অপরদিকে জি বাংলায় মহিষাসুরমর্দিনীতে নামভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কিতা মল্লিককে। ‘নবপত্রিকায় দেবীবরণ’ ছিল তার নাম।
স্টার জলসার মহালয়ার টিআরপি ৫.৫৮। অন্যদিকে জি বাংলার টিআরপি রেটিং ৪.২৬। এছাড়াও সোনি আটে যে মহালয়া হয়েছে তার রেটিং ছিল ০.৩৫। এদিকে স্টার জলসার রেটিং ভালো থাকলেও এখানে শিবের নাচ নিয়ে তুমুল ট্রোল হয়েছিল। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ক্লিপ প্রকাশ করে দারুন কটাক্ষ করেন নেটিজেনরা।