গসিপ

মেয়ের সঙ্গে গভীর চুম্বনে মগ্ন মহেশ ভাট! বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন পূজা ভাট

নিজের ব্যক্তিগত জীবন এবং চরিত্র নিয়ে বরাবরই বিতর্কে জড়িয়েছেন পরিচালক মহেশ ভাট। একাধিক মহিলার সঙ্গে অভব্য আচরণ করা নিয়েও অভিযোগ উঠেছে তাঁর নামে।বড় মেয়ে পূজা ভাটের সঙ্গে তার একটি চুম্বনরত ছবি ভাইরাল হয়। যা নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। ১৯৯০ সালে এক ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছিল সেই ছবি। এবার সেই ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন পূজা।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে, বাবার কোলের উপর বসে লিপলক করছে পূজা। অর্থাৎ ঘনিষ্ট অবস্থায় বাবা মহেশ ভাট চুমু খাচ্ছে তার বড় মেয়ে পূজা ভাটকে। এই ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছিল। সকলেই বাঁকা চোখে দেখেছিল এই ছবিকে। এবার এই বিতর্ক নিয়েই মুখ খুললেন পূজা ভাট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই ছবিটি খুবই সহজ সরল। সমস্যাটা হল, একটা কোনও মুহূর্তকে ফ্রেমবন্দি করলে বাকি অংশটুকু না জেনে সকলে মিলে ছবিটিকে ভুল ভাবে দেখতে শুরু করে।” তিনি আরও যোগ করেন, “আমি এখনও আমার বাবার কাছে ১০ পাউন্ডের ছোট্ট মেয়েটি। সারা জীবন সেরকমই থেকে যাব। যে ছবিটি দেখা গিয়েছিল, সেটা খুবই সরল। আমি কৈফিয়ত দিতে চাই না কাউকে। যে যা বুঝবে, বুঝুক।”

প্রসঙ্গত, বিগ বসে ওটিটি- র সিজন ২ এ মহেশ ভাটের কন্যা পূজা ভাট অংশগ্রহণ করেছেন। কিছুদিন আগে এই প্রতিযোগীর বাবা হিসেবেই বিগ বস হাউসে প্রবেশ করেন মহেশ ভাট। কিন্তু সেখানে দেখা যায়, তিনি মেয়ের থেকে বেশি
আরেক প্রতিযোগী মনীষা রানির সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। তাতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল।

স্বাভাবিক ভাবেই মহেশ ভাটকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন মনীষা। তখনই পরিচালক তার মাথায়, কাঁধে হাত বোলাতে থাকেন। মনীষার হাতে হাত রেখে বলতে থাকেন, তাঁর জন্যই নাকি তিনি ‘বিগ বস’-এর ঘরে এসেছেন। এরপরেই শুরু হয় বিতর্ক।

মহেশ ভাটের এই আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। একজন ৭৪ বছরের বৃদ্ধ হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে সর্ব সমক্ষে কী করার চেষ্টা করছেন জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেই নানান রকম মন্তব্য করে কটাক্ষ করেছেন

Back to top button