দুইয়ে একে তিন হলাম! ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে সুখবর দিলেন পর্দার ‘মহাদেব’ মোহিত রায়না
এবার মহাদেবের ঘর আলো করে এলো লক্ষ্মী। সদ্যজাত কন্যা সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে সুখবর জানালেন ছোট পর্দার অভিনেতা মোহিত রায়না। ১৭ মার্চ সোশ্যাল মিডিয়ায় খুদে কন্যার একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানেই সন্তানের জন্মের কথা জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন অভিনেতা।
ছবিতে দেখা যাচ্ছে একটি ক্ষুদে হাত দুপাশ থেকে স্পর্শ করে রেখেছেন মোহিত এবং তার স্ত্রী অদিতি শর্মা। Instagram এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এভাবেই আমরা দুই একে তিন হলাম। এরপর কমেন্ট বক্সে একাধিক কমেন্টের পর অভিনেতা লিখেছেন, “এই পৃথিবীতে তোমাকে স্বাগত জানাই বেবি গার্ল”।
তবেই নতুন নয় এর আগেও বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন মোহিত। ২০২২ সালের পয়লা জানুয়ারি অদিতি শর্মা কে বিয়ে করেন তিনি। গাছ ছাড়া বাধার পরেই ফেয়ারি টেল ম্যারেজের ছবি দিয়ে খুশির খবর জানিয়েছিলেন অভিনেতা। সেই ছবি দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এরপরে বাবা হওয়ার খবর দিও একইভাবে চমকে দিলেন অনুরাগীদের।
প্রসঙ্গত কিছুদিন আগেই ডিভোর্সের গুঞ্জন উঠেছিল মোহিত রায়না এবং তার স্ত্রী অদিতি শর্মার মধ্যে। ডিসেম্বরে গুঞ্জন সোনা গিয়েছিল অদিতির সঙ্গে ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন অভিনেতা। এই নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল। তবে শেষে অবশ্য অভিনেতা জানিয়েছিলেন এই পুরো বিষয়টি গুজব তারা ভালো রয়েছেন।