বিনোদন

উন্মুক্ত ক্লিভেজে দেশি ওয়াইন গানে উদ্দাম নাচ! মোনালিসা যেন বম্বশেল

ঝুমা বৌদি নামটা শুনলেই যেই নাম মুখটা চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় এ ভোজপুরি অভিনেত্রীর প্রতিটা পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয। এবারও তার অন্যথা হলো না। মফ কালারের মিনি ড্রেসে দেশি ওয়াইন গানে নেচে তাক লাগিয়েছেন অভিনেত্রী।আর এই ভিডিও আপলোড করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হলো।

আরও পড়ুন: কোলে সদ্যজাত মেয়েকে নিয়ে ছবি দিলেন রাজ-শুভশ্রী! তবে কি স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর?

সম্প্রতি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবির একটি নতুন গান প্রকাশ্যে এসেছে। গানটির নাম ‘দেশি ওয়াইন’। একেবারেই নারীকেন্দ্রিক একটি ছবি। নারীদের ইচ্ছা, যৌন অভিরুচি থেকে তাঁদের চরমসুখের মুহূর্তকে তুলে ধরা হয়েছে এই ছবিতে।

আরও পড়ুন: এবার বড় পর্দায় পাড়ি স্মার্ট দিদি নন্দিনীর? পরিচালকের সঙ্গে ভিডিও দিয়ে বাড়ালেন জল্পনা

এই ছবির গান ‘দেশি ওয়াইন’-এ নাচতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে পড়েছেন মফ কালারের শর্ট ড্রেস। কানে বড় দুল। সঙ্গে মানানসই মেকআপ। অভিনেত্রীর আদায় পাগল হয়েছেন ভক্তকূল। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “দেশি ওয়াইন, দেশি গার্ল …, হ্যাঁ এটাই আমি”।

বোল্ড ফটোশুট হোক বা অভিনয় সবসময়ই খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী মোনালিসা। এই অভিনেত্রী মূলত ভোজপুরি সিনেমার জন্যই খ্যাতি অর্জন করেছেন। তবে শুধু ভোজপুরি সিনেমা নয় একই সঙ্গে পাল্লা দিয়ে হিন্দি ধারাবাহিক এবং বাংলা ছবিতেও চুটিয়ে কাজ করছেন তিনি।

 

Back to top button