সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, একটি বাঁদরকে বারবার ছোবল মারছে বিষাক্ত গোখরো। কিন্তু তা সত্ত্বেও ওই সাপকে জড়িয়ে রয়েছে হনুমানটি। এই ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি আলের উপর বসে রয়েছে একটি হনুমান। তাকে বারবার আঘাত করছে একটি বিষধর গোখরো সাপ। এই সাপের কামড়ে দূরে পালানো তো দূরের কথা বরং তাকে মাফলারের মতো জড়িয়ে নিচ্ছে ওই হনুমানটি। একেবারেই নির্বিকার ওই হনুমান। ব্যথায় আর্তনাদ না করে বরং আরো বিরক্ত হচ্ছে সে।
মুহূর্তে এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন সাপটি বিষহীন। তা না হলে কখনোই হনুমানটি এমন করতে পারত না। অনেকে আবার হনুমানটির সাহসের প্রশংসা করেছেন।