মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে শুধু অবাক হতে হয় তাই নয় বরং মনে হয় দেখেই যাই সেই ভিডিও। বলা হয়, হনুমান মনুষ্য সম্প্রদায়ের পূর্বরূপ। এই ভাইরাল হওয়া ভিডিওতে সেই কথাই যেন প্রমাণিত হল আরও একবার।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে ঘুড়ি ওড়াছে একটি বাঁদর। এই কান্ড দেখে রীতিমত হৈচৈ পড়ে গেছে স্থানীয়দের মধ্যে। এদিকে এত উত্তেজনায় কান না দিয়ে নিজের মতই ঘুড়ি উড়িয়ে যাচ্ছে সে। শেষমেশ ঘুড়িটিকে নীচে নামিয়ে আনে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
দিন কয়েক আগে আরও এক ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বাসন মাজছে একটি হনুমান। শুধু বাসন মাজা নয় বাড়ির সব কাজই করে এই রানী। জানা গিয়েছে, খাগিপুর সান্ডওয়ার গ্রামে প্রায় আট বছর আগে আসে এই হনুমানটি। এরপর সেখানেই স্থায়ী আস্তানা গেড়েছে সে। গ্রামের মানুষ তাকে ভালোবেসে রানী বলে ডাকে।
রানির বুদ্ধিমত্তা আর নিখুঁত কাজের পরিচয় পেয়ে তাজ্জব হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, শুধু বাসন মাজা নয় বরং রুটি বেলতেও পারদর্শী সে। মশলাও বাটতে পারে সে।