রুটি বেলা থেকে বাসন মাজা! একাহাতেই সংসার সামলাচ্ছে রানী

Published on:

রুটি বেলা থেকে বাসন মাজা! একাহাতেই সংসার সামলাচ্ছে রানী

মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে শুধু অবাক হতে হয় তাই নয় বরং মনে হয় দেখেই যাই সেই ভিডিও। বলা হয়, হনুমান মনুষ্য সম্প্রদায়ের পূর্বরূপ। এই ভাইরাল হওয়া ভিডিওতে সেই কথাই যেন প্রমাণিত হল আরও একবার।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাসন মাজছে একটি হনুমান। শুধু বাসন মাজা নয় বাড়ির সব কাজই করে এই রানী। হ্যাঁ ভালোবেসে তাঁর প্রভুরা এই নামেই ডাকে তাকে। জানা গিয়েছে, খাগিপুর সান্ডওয়ার গ্রামে প্রায় আট বছর আগে আসে এই হনুমানটি। এরপর সেখানেই স্থায়ী আস্তানা গেড়েছে সে। গ্রামের মানুষ তাকে ভালোবেসে রানী বলে ডাকে।

   
 ⁠

রানির বুদ্ধিমত্তা আর নিখুঁত কাজের পরিচয় পেয়ে তাজ্জব হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, শুধু বাসন মাজা নয় বরং রুটি বেলতেও পারদর্শী সে। মশলাও বাটতে পারে সে।

  
 ⁠

রানিকে যে দেখা শোনা করে সেই অশোক বলেন, অশোক জানিয়েছেন, রানির ভিডিয়োগুলি সমাজমাধ্যমে বিপুলভাবে জনপ্রিয়। তাঁর বাড়িতে বেশিরভাগ সময় থাকে বাঁদরটি। গ্রামের অন্যান্য বাড়িতেও সে ইচ্ছামত থাকতে পারে। সকলেই রানিকে এতটাই ভালবাসে যে তার জন্য একটি বিছানা মজুত থাকে গ্রামের সব বাড়িতেই। তিনি বলেন, রানির ভিডিয়ো প্রকাশ করে এখনও পর্যন্ত ১৫ লাখ টাকা আয় করেছেন।