সন্ধ্যে হলেই মশার উপদ্রব? ঘরোয়া টোটকাতেই হবে সমস্যার সমাধান

Published on:

মশার উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত? এই কয়েকটা টোটকা মানুন, সমাধান মিলবে চুটকিতে

মশা অত্যন্ত বিরক্তিকর একটি প্রাণী। বিশেষ করে শীতকালে মশার উপদ্রব বৃদ্ধি পায়। বিকেল হলেই মশা তাড়ানোর হাজার রকম ওষুধ তেল ঘরে জ্বালিয়ে রাখতে হয়। তবে এই বাজারের থেকে কেনা তেল কয়েল থেকে শ্বাসকষ্ট হতে থাকে। কিন্তু না জালিয়েও উপায় নেই। তাহলে মশা তাড়ানোর উপায় কী?

ঘরোয়া কিছু টোটকাতেই মশা তাড়ানো যেতে পারে। সন্ধ্যে হওয়ার আগেই দরজা-জানলা বন্ধ করে দিন। যার নাই নেট লাগিয়ে রাখতে পারেন। তাহলে মশা ঢুকতে পারবে না। অনেকে আবার দরজাতেও নেট লাগান এর ফলে দরজা খুলে রাখলে হাওয়াও যেমন আসবে তেমন মশাও ঢুকতে পারবে না।

   
 ⁠

মশা তাড়ানোর ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করতে পারেন। তুলসী পাতার নানান রকম ঔষধি গুন রয়েছে। ছোট টবের মধ্যে তুলসী গাছ লাগিয়ে ঘরের এক কোনায় রেখে দিন। এতে মশার উপদ্রব কম হবে। মশা তাড়াতে রসুন অব্যর্থ ওষুধের মতো কাজ করে। কয়েক কোয়া রসুন থেলে জলের মধ্যে সেদ্ধ করে নিন। সেই জল ঘরের চারদিকে ছিটিয়ে দিলে মশার উপদ্রব কমবে।

  
 ⁠

এছাড়াও ঘরে সন্ধ্যেবেলা ধুনো দিতে পারেন। নারকেল ছোবড়ার সঙ্গে কর্পূর মিশিয়ে ঘরে ধুনো দিলে মশা আসবে না। ঘরে সুগন্ধ বিরাজ করবে। বাজারের কয়েল জ্বালিয়ে শ্বাসকষ্ট হবে না।