হাতে স্যালাইন, হাসপাতালের শয্যায় মৌনী রায়! হঠাৎ কী হল অভিনেত্রীর?

হাতে স্যালাইন, হাসপাতালের শয্যায় শুয়ে আছেন মৌনী রায়। এমনই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এই ছবি দেখে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। অভিনেত্রীর কী হয়েছে তা জানতে সবাই আগ্রহ প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মৌনী রায়। সেখানে দেখা যাচ্ছে, একটি ছবিতে গাড়িতে স্বামীর পাশে বসে রয়েছেন তিনি। ক্যাপশনে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, “তোমার তুলনা হয় না। চিরকৃতজ্ঞ আমি”।
এরপরের ছবি গুলোতে কোথাও কারও হাত ধরে নায়িকা, কখনও লুডো খেলে সময় কাটালেন, কখনও আবার বই পড়ে কিভাবে অসুস্থ থাকাকালীন অবস্থায় সময় কাটিয়েছেন সেই ছবি দিয়েছেন। একইসঙ্গে সেই মুহূর্তে কে তাঁর পাশে ছিল সে কথাও বলেছেন তিনি।
তবে অভিনেত্রীর কী হয়েছিল সেই নিয়ে অবশ্য একটি বাক্যও ব্যয় করেননি তিনি। হাসপাতাল থেকে প্রায় নয় দিন পর বাড়ি ফিরে পোষ্যদের আদর করা আর ঘরের ফেরার আনন্দ উপভোগ করা সবই ভাগ করে নিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যদিও তার এই অসুস্থতার খবরে তাঁর কলাকুশলিরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।