গান শুনেই বমি পাচ্ছে! অরিজিতের কণ্ঠ শুনেই কড়া প্রতিক্রিয়া মৌসুমী ভৌমিকের

Avatar

Published on:

গান শুনেই বমি পাচ্ছে! অরিজিতের কণ্ঠ শুনেই কড়া প্রতিক্রিয়া মৌসুমী ভৌমিকের

মৌসুমী ভৌমিকের কালজয়ী গান ‘আমি শুনেছি সেদিন’।এই গানই শোনা গেছে অরিজিৎ সিংয়ের গলায়। কিন্তু সেই গান শুনে এবার তীব্র নিন্দা করলেন গায়িকা স্বয়ং। কিন্তু এই অরিজিৎ সিংয়ের গান যেখানে বিশ্ব বিখ্যাত সেখানে তাঁর কন্ঠ শুনে কেনো এমন সমালোচনা করলেন গায়িকা?

একটি ভিডিও শেয়ার করেছেন মৌসুমী ভৌমিক। সেখানে অরিজিতের কণ্ঠে তাঁর গান ‘আমি শুনেছি সেদিন’ শোনা যাচ্ছে। তবে ভালো করে শুনলে বোঝা যাবে এই গান এআই(কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। তা বুঝতে অবশ্য খুব বেশি সময় লাগার কথা নয়।

   
 ⁠

গায়িকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার মনে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এই গান। এই মাত্র পুরো গানটা শুনলাম। এখন বমি বমি পাচ্ছে। আমি আসলেই একেবারে পিছিয়ে পড়ছি”। গায়িকার এই পোস্টে অনেকেই সমর্থন করেছেন। কেউ লিখেছেন, “এই গান এতটাই কাছের যে, যত্রতত্র শুনতে ভাল লাগে না”।

  
 ⁠

এদিকে কিছুদিন আগেই প্রোফাইল ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলেন অরিজিৎ সিং। এই প্রোফাইলটি ‘ডাজ নট এক্সিট’ দেখাচ্ছিল। গায়ক আবার তাঁর এই ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে ফিরে এসেছেন। প্রোফাইলটি সক্রিয় করেই এই অ্যাকাউন্ট থেকে শিক্ষক দিবসে পোস্ট করেছিলেন তিনি।