সিনেমা

এবার কি বড় পর্দায় চন্দ্রযান ৩? মিশন সফল হতেই শুরু ছবি তৈরির হিড়িক

বুধবার ১৪০ কোটি ভারতবাসীর কাছে ছিল গর্বের দিন। চাঁদের মাটিতে সফলভাবে পৌঁছেছে চন্দ্রযান ৩। নজির স্থাপন করেছেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান বিক্রম, এদিন সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে রয়েছে ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম। চন্দ্রযান যাতে সফল ভাবে অবতরণ করতে পারে তার জন্য প্রার্থনা চলছিল সারা দেশ জুড়ে। আর এর পরেই এই মিশনের সাফল্য নিয়ে ছবি তৈরির হিড়িক পড়ে গেল।

চন্দ্রযান ৩ এর সাফল্য নিয়ে এবার বি টাউনে ছবি তৈরির গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গিয়েছে, ইম্পা, প্রডিউসর গিল অব ইন্ডিয়া এবং IFTPC কর্তাদের দফতরে উপচে পড়ছে আবেদন। IMPAA-র তরফ থেকে জানানো হচ্ছে, এখনও পর্যন্ত মোট ৩০-৪০টি নামের আবেদন জনা পড়েছে। আগামী সপ্তাহে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে খবর।

ইম্পা আরো জানিয়েছে, মূলত চন্দ্রযান ৩, মিশন চন্দ্রযান-৩, দ্য মুন মিশন, বিক্রম ল্যান্ডার, ভারত চান্দ পর এই নাম গুলোর আবেদন জমা পড়েছে। তবে এ বিষয়ের উপর একাধিক ছবি বা ওয়েব সিরিজ তৈরি করা হবে না। তাই ভেবেচিন্তে কাদের অনুমোদন দেওয়া হবে তাই নিয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, ল্যান্ডার মডিউল (LM) প্রায় ৫.৪৪ মিনিটে নির্ধারিত পয়েন্টে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিল। লাইভ টেলিকাস্ট শুরু হয় ৫.২০ থেকে। এরপর ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) ঠিক সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে।

ইতিহাস স্থাপন করে ‘মিশন ইন্ডিয়া’। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায় চন্দ্রযান ৩।ল্যন্ডার বিক্রমের ভিতর থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে পা রেখে ফেলেছে রোভার প্রজ্ঞান। তারপরেই যেন খেল দেখানো শুরু করেছে চন্দ্রযান 3-এর রোভার। ইতিমধ্যেই চাঁদের এদিক ওদিক গুটি গুটি পায়ে ঘুরে বেরাচ্ছে সে। এবার এই প্রজ্ঞানই চাঁদের সমস্ত অজানা তথ্য পাঠাতে শুরু করবে ইসরোকে।

Back to top button