কবে আসছে মিস্টার ইন্ডিয়া পার্ট ২? পুরোনো ছবি পোস্ট করে কী জানালেন বনি কাপুর?

Avatar

Published on:

কবে আসছে মিস্টার ইন্ডিয়া পার্ট ২? পুরোনো ছবি পোস্ট করে কী জানালেন বনি কাপুর?

শ্রীদেবী এবং অনিল কাপুর অভিনীত মিস্টার ইন্ডিয়া এখনও বলিউডে অন্যতম ক্লাসিক ছবি। বুধবার এই ছবির একটি পুরোনো পোস্টার আপলোড হতেই অনুরাগীরা এই ছবির সিক্যুয়েলের দাবি জানিয়ে বসলেন। ভক্তরা সকলেই ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ছবির দ্বিতীয় পর্যায় দেখতে চাইছেন।

এদিন ছবির প্রযোজক বনি কাপুর বেশ কিছু ছবি পোস্ট করেন। ইনস্টাগ্রামে অদেখা ছবি শেয়ার করে লেখেন, “৫ই জানুয়ারী ১৯৮৫ ‘মিস্টার ইন্ডিয়া’র প্রথম দিনের শুটিংয়ের ঠিক আগে”। ছবি দেখেই উৎফুল্ল ভক্তরা। তাঁরা নানান রকম মন্তব্যে ভরিয়েছেন কমেন্ট বক্স।

   
 ⁠

একজন ব্যবহারকারী লিখেছেন, ”আমার প্রিয় চাইল্ড হুড ফিল্ম। পার্ট ২ দেখতে চাই। অনিল কাপুর এবং রণবীর সিংকে ভিলেন হিসাবে দেখতে চাই”। অপর একজন লেখেন, “ভাবাই যায়নি যে দুজন দুজনের প্রেমে পড়বে এবং ইতিহাস তৈরি করবে। এটি একটি ঐতিহাসিক ছবি”।

  
 ⁠

মিস্টার ইন্ডিয়া ছবিটিকে নরসিংহ এন্টারপ্রাইজের ব্যানারে বনি কাপুর এবং সুরিন্দর কাপুর যৌথভাবে প্রযোজনা করেছিলেন। শেখর কাপুর পরিচালিত, ছবিটি ছিল বিখ্যাত জুটি সেলিম-জাভেদের লেখা একটি সুপারহিরোর গল্প। বিচ্ছেদের আগে এই সিনেমাই ছিল তাদের একসঙ্গে শেষ প্রজেক্ট। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল ছবির সঙ্গীত পরিচালনা করেন। মিস্টার ইন্ডিয়া ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।