রাবণের ব্যক্তিত্ব নিয়ে রামের চরিত্রে অভিনয় করা যায়না! বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়ালেন মুকেশ খান্না

Published on:

রাবণের ব্যক্তিত্ব নিয়ে রামের চরিত্রে অভিনয় করা যায়না! বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়ালেন মুকেশ খান্না

ফের বড় পর্দায় আসছে রামায়ণ। গত বছর ‘আদিপুরুষ’ বির্তকের পর থেকে এই ছবি নিয়ে বেশ সাবধানী পরিচালক। যদিও ছবিতে কাদের নেওয়া হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা জিইয়ে রাখতে চেয়েছেন পরিচালক। রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর এই নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন শক্তিমান ওরফে মুকেশ খান্না।

ইতিমধ্যেই জানা গিয়েছে সেখানে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। পাশাপাশি অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে সীতার ভূমিকায়। অমিতাভ বচ্চনকেও নাকি অভিনয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে, জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন বিগ বি। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই হয়তো অমিতাভের কণ্ঠ শোনা যাবে।

   
 ⁠

এক সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেন, “অভিনেতা অরুণ গোভিল এই চরিত্রে এমনভাবে নিজেকে উপস্থাপন করেছেন, যা আজও সবার মনে রয়েছে। আমি শুধু বলতে পারি, যে রামের চরিত্রে অভিনয় করবে, তাকে সত্যিই রামের মতো হতে হবে”।

  
 ⁠

তাঁর আরও সংযোজন, “এমন কেউ যেন এই চরিত্রে না আসে, যার ব্যক্তিত্ব রাবণের মতো। যদি সে বাস্তব জীবনে বদমেজাজি বা গুন্ডা স্বভাবের হয়, তবে তা পর্দায় ফুটে উঠবে। অভিনয় দিয়েও সেটাকে ঢাকা সম্ভব নয়। রামের চরিত্রে অভিনয়ের জন্য পার্টি বা মদ্যপানের মতো অভ্যাস ত্যাগ করতে হবে বলেই আমার মনে হয়। তবে, রামের ভূমিকায় কে অভিনয় করবেন তা ঠিক করার অধিকার আমার নেই”।

এদিকে পাহাড় প্রমাণ বাজেট নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। রামায়ণের শুধু পার্ট ওয়ান তৈরির খরচ শুনলেই চোখ কপালে উঠবে। জানা গিয়েছে ১০০ মিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে কেবল রামায়ণের পার্ট ওয়ান। যা ভারতীয় ছবির ইতিহাসে আগে হয়নি। এক সাক্ষাৎকারে জানানো হয়েছে বিশ্বমানের ছবি বানাতে কোনও ফাঁকি দিচ্ছেন না নির্মাতারা। ৮৩৫ কোটি টাকা খরচ করা হচ্ছে। হিন্দি ছবির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তৈরি করে ৮৩৫ কোটি খরচ করে বানানো হচ্ছে রামায়ণ।