সিরিয়াল

আরও একবার বিয়ের পিঁড়িতে নবনীতা! পাত্রের ছবি দেখেই চমকে উঠলো নেট দুনিয়া

জিতু-নবনীতার বিচ্ছেদের খবরে এখন সরগরম টেলি পাড়া। ইতিমধ্যেই আদালতে গড়িয়েছে জল। জল্পনা চলছে বিচ্ছেদের কারণ নিয়ে। যত দিন এগচ্ছে ততই তাঁদের প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ নিয়ে চর্চা জোরাল হচ্ছে। এরমধ্যেই জল্পনা উঠল নবনীতার নতুন বিয়ে নিয়ে।

তাহলে কি জিতুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী? না একেবারেই তেমনটা নয়। সিরিয়ালের জন্য ফের তাঁকে বিয়ের সাজে সাজতে হয়েছে। এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ নামক এক ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম কলি। সেই কলিই এবার বিয়ে করতে চলেছে।

এদিকে পাত্র হিসেবে রয়েছে সিরিয়ালের নায়ক স্বর্ণকুমার ওরফে রাজা গোস্বামী। যাবতীয় নিয়ম অনুযায়ী বিয়ের দৃশ্য শ্যুট করা হচ্ছে। কিন্তু এই দৃশ্য দেখেই আবার কটাক্ষ শুরু করেছে বেশ কিছু নেটিজেন। তাঁদের মন্তব্য, “এই তো বিয়ে ভাঙলেন, আবারও বিয়ে নাকি”? অনেকেই আবার টেনে এনেছেন তাঁর ‘ক্যাসুয়াল রিলেশনশিপ’-এর প্রসঙ্গ।

কিছুদিন আগেও এই ধারাবাহিকের খাতিরেই নবনীতা সোশ্যাল মিডিয়ায় বেনারসি পরে এক সাদা কালো ছবি শেয়ার করেছিলেন। এই ছবিতে অপরূপ সুন্দরী লাগছে অভিনেত্রীকে। তখনও জল্পনা উঠেছিল তবে কি আবার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

তাঁর এই ছবি দেখে কৌতহলী অনুরাগী অবশ্য আবার প্রশ্ন করে লিখেছেন, কেন তিনি এই ছবি আপলোড করেছেন? তবে সকলেই চান জিতু আর নবনীতা যেন আবার এক হয়ে যান। তাঁদের এই মান অভিমানের পর্ব যেন দ্রুত মিটে যায়।

Back to top button