গসিপ

জিতু জন্মদিনে ‘বিশেষ বন্ধু’র সঙ্গে গোয়ায় সময় কাটাচ্ছেন নবনীতা? চিনে নিন অভিনেত্রীর চর্চিত প্রেমিককে

বাচ্চা বউয়ের জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন জিতু কমল। কিন্তু স্বামীর জন্মদিনের কোনোরকম শুভেচ্ছা বার্তা জানাতে দেখা গেল না নবনীতা কে। বরং এই সময় তার চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়ায় একান্ত ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।

জিতু কমল-নবনীতা দাস বাংলা টলিউড জগতের এখন বহুল চর্চিত জুটি। তাঁদের বিচ্ছেদের খবরে এখন সরগরম সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে জল। নেটিজেনদেরও যেন কৌতুহল বাড়ছে তাদের সম্পর্কের সমীকরন নিয়ে।

Instagram এ অভিনেত্রী শর্টস এবং সাদা টি-শার্ট পড়ে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি দিয়েছেন। সেখানে ক্যাপশনের তিনি লিখেছেন, ‘উইকএন্ড হো তো এয়সি’। নবনীতার চর্চিত প্রেমিক স্নেহাল অধিকারীও এদিন একই লোকেশন থেকে ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। গোয়ার সেন্ট রেগিস হোটেলের ব্যাকলনি থেকে একের পর এক পোস্ট। আর এতেই বেড়েছে জল্পনা।

সামাজিক মাধ্যমে সেই স্নেহালের প্রোফাইল থেকে তোলা বেশ কিছু স্ক্রিনশটে দেখা যাচ্ছে বেড়াতে গিয়েছেন তিনিও। ‘চেক-ইন’ স্টেটাস দিয়েছেন গোয়ার এক বিলাসবহুল হোটেলে।

ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, স্নেহাল যে ব্যালকনি থেকে ছবি পোস্ট করেছেন, তাঁর সঙ্গে নবনীতার পোস্ট করা ছবির ব্যালকনিটির বেশ মিল রয়েছে। আর এতেই দুইয়ে-দুইয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা।

২০১৯-এ ৬ মে বিয়ে হয়েছিল জিতু-নবনীতার। টলিউডে হ্যাপিলি ম্যারেড কাপল হিসেবেই পরিচিত জিতু নবনীতা। কিন্তু হঠাৎ করে ৪ বছর পরেই ছন্দ পতন। তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। তবে আসল কারণ নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই। এরমধ্যেই একাধিকবার এই দম্পতির নানান পোস্ট গিয়ে জল্পনা উঠেছে। জানা গিয়েছে, তাঁদের ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন। মিউচুয়াল ডিভোর্স চূড়ান্ত হবে সেপ্টেম্বরে।

Back to top button