বিনোদন

বিচ্ছেদের মাঝেই ক্ষীণ আলো দেখছে ভক্তরা! প্রদীপ হাতে ছবি পোস্ট করে কী ইঙ্গিত নবনীতার?

জিতু-নবনীতার বিচ্ছেদের খবরে এখন সরগরম টেলি পাড়া। যখন জল্পনা চলছে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে। এরমধ্যেই এই দম্পতির একের পর এক পোস্ট যেন আরও জল্পনা বাড়াচ্ছে। যত দিন এগচ্ছে ততই তাঁদের প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ নিয়ে চর্চা জোরাল হচ্ছে। তবে এবার এক অন্য ধরনের পোস্ট নজর কাড়ল নেটিজেনদের। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। বিচ্ছেদের মাঝেও যেন খানিকটা আশার আলো দেখছেন এবার এই জুটির ভক্তগণেরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। সেখানে দেখা যাচ্ছে হাতে প্রদীপ নিয়ে এক স্নিগ্ধ ছবি আপলোড করেছেন তিনি। ছবির ক্যাপশনে লেখার ‘রোশনাই’। এরপরেই জল্পনা তৈরি হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে মান অভিমান কাটতে চলেছে। যদি তেমনটাই ইঙ্গিত হয়ে থাকে তাহলে এটা তাদের ভক্তদের জন্য যে খুবই খুশির খবর হবে তা বলার অপেক্ষায় রাখে না।

এদিকে, কিছুদিন আগেই প্রযোজক রানা সরকারের সঙ্গে নবনীতার ছবি নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। মনে করা হচ্ছিল এবার হয়তো বড় পর্দায় পাড়ি দেবেন অভিনেত্রী। এনিয়ে অবশ্য তিনি কোন মুখ খোলেননি। যদিও প্রযোজক রানা সরকার খানিকটা আভাস দিয়েছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ফেসবুকে নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রানা সরকার। এরপরই মনে করা হচ্ছে বড় পর্দায় হয়তো এবার পা রাখতে চলেছেন নবনীতা। যদিও এ প্রসঙ্গে একটি বাক্যও ব্যয় করেননি অভিনেত্রী। তবে এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক জানিয়েছেন, নবনীতা কে নিয়ে তিনি ছবি বানানোর কথা ভাবছেন।

প্রসঙ্গত, রানা সরকারের প্রযোজিত মহাপীঠ তারাপীঠ সিরিয়ালের তারা মায়ের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন নবনীতা। তাই এই রকমই কোন এক চরিত্রে অভিনেত্রীকে দিয়ে অভিনয় করানোর ইচ্ছে রয়েছে প্রযোজকের। এই নিয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে অভিনেত্রী সঙ্গে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রযোজক।

Back to top button