সরু গোঁফ, গালে তিল, ছোট চুল! রাতারাতি ভোল বদল, চিনতে পারছেন এই অভিনেত্রীকে?

একেবারে ভোল বদল। ভালো করে খেয়াল না করলেই চেনাই যাবে না এই অভিনেত্রীকে। মহিলা থেকে রীতিমত পুরুষ হয়ে গিয়েছেন তিনি। গোঁফ, টিল, ছোট চুলে তার লুক এক্কেবারে বদলে গিয়েছে।
অভিনেত্রী নবনীতা দাসের কথা হচ্ছে। নিজেকে একেবারে পালটে ফেলেছেন নবনীতা। কিন্তু কেন? যদিও পুরোটাই ধারাবাহিকের খাতিরে। বিয়ের ফুল’ ধারাবাহিকের জন্যই তার এই লুক পরিবর্তন। সান বাংলার এই ধারাবাহিকে কলির ভূমিকায় অভিনয় করছেন নবনীতা।
এদিকে, কিছুদিন আগেই প্রযোজক রানা সরকারের সঙ্গে নবনীতার ছবি নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। মনে করা হচ্ছিল এবার হয়তো বড় পর্দায় পাড়ি দেবেন অভিনেত্রী। এনিয়ে অবশ্য তিনি কোন মুখ খোলেননি। যদিও প্রযোজক রানা সরকার খানিকটা আভাস দিয়েছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ফেসবুকে নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রানা সরকার। এরপরই মনে করা হচ্ছে বড় পর্দায় হয়তো এবার পা রাখতে চলেছেন নবনীতা। যদিও এ প্রসঙ্গে একটি বাক্যও ব্যয় করেননি অভিনেত্রী। তবে এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক জানিয়েছেন, নবনীতা কে নিয়ে তিনি ছবি বানানোর কথা ভাবছেন।
প্রসঙ্গত, রানা সরকারের প্রযোজিত মহাপীঠ তারাপীঠ সিরিয়ালের তারা মায়ের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন নবনীতা। তাই এই রকমই কোন এক চরিত্রে অভিনেত্রীকে দিয়ে অভিনয় করানোর ইচ্ছে রয়েছে প্রযোজকের। এই নিয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে অভিনেত্রী সঙ্গে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রযোজক।