অঞ্জলী থেকে সিঁদুর খেলা কিছুই আর একসঙ্গে হবে না! পুজোর আগেই বিষাদের সুর নবনীতার গলায়

স্ত্রী নবনীতার সঙ্গে আইনি বিচ্ছেদের মামলা চলছে আদালতে। বিগত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন জিতু ও নবনীতা। জিতু কমল-নবনীতা দাস বাংলা টলিউড জগতের এখন বহুল চর্চিত জুটি। তাঁদের বিচ্ছেদের খবরে এখন সরগরম সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে জল। আর এরমধ্যেই পুজোর আগে আক্ষেপের সুর শোনা গেল নবনীতার গলায়।
সবকিছু ঠিক থাকলেও কোথাও গিয়ে যেন একটা তাল কাটছে। পুজোর আগে মন ভালো নেই নবনীতার। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “এ বছরের দুর্গাপুজো তো অবশ্যই আগের বছরগুলোর চেয়ে অন্য রকম । প্রতি বছর সিঁদুর খেলতাম। একসঙ্গে অঞ্জলি দিতাম। এ বছর আর সে সব হবে না। তবে এ বছর ঘুরতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। ভেবেছিলাম ছ’মাসের জন্য যখন ভিসা আছে তা হলে আর এক বার লন্ডন যাব। কিন্তু মনে হচ্ছে এক সপ্তাহের বেশি ছুটি পাব না। তাই হয়তো বিদেশে যাওয়া হবে না। তবে অষ্টমী থেকে যদি একটু ছুটি পাই দেশেই কোথাও একটা ঘুরে আসব”।
অভিনেত্রী আরো জানান, অন্যান্য বছর দুর্গাপুজোতে তারা বেশ কিছু বন্ধু-বান্ধবের বাড়িতে গিয়ে সময় কাটাতেন যারা তার এবং জিতুর কমন ফ্রেন্ড। কিন্তু এ বছর সেই সমস্ত বন্ধুর বাড়ি যাওয়া অস্বস্তিকর। এবছরের দুর্গাপুজো অন্যান্য বছরের থেকে বেশ খানিকটা যে আলাদা তা এককথায় স্বীকার করে নিচ্ছেন তিনি।
২০১৯-এ ৬ মে বিয়ে হয়েছিল জিতু-নবনীতার। টলিউডে হ্যাপিলি ম্যারেড কাপল হিসেবেই পরিচিত জিতু নবনীতা। কিন্তু হঠাৎ করে ৪ বছর পরেই ছন্দ পতন। তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। তবে আসল কারণ নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই। এরমধ্যেই একাধিকবার এই দম্পতির নানান পোস্ট গিয়ে জল্পনা উঠেছে। জানা গিয়েছে, তাঁদের ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন।