কেন অভিনয় আসতে অনিচ্ছুক অমিতাভের নাতনি? আসল কারণ জানালেন নব্যা

Avatar

Published on:

কেন অভিনয় আসতে অনিচ্ছুক অমিতাভের নাতনি? আসল কারণ জানালেন নব্যা

পরিবারের সবাই অভিনয় পেশার সঙ্গে যুক্ত হলেও, অভিনয় তাঁকে টানেনি কখনোই। বরং তিনি অনেক বেশি চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু অভিনয় করতে কেন অনিচ্ছুক নব্যা নন্দা?

নব্যা বলেন, তিনি তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ যে তিনি যা যা চেয়েছেন, পরিবার তাই করতে দিয়েছে। সমর্থন করেছে তাঁকে। যা যা সমর্থন ও সুযোগ তিনি এতদিন ধরে পেয়ে এসেছেন তার জন্য পরিবারের প্রতিটি সদস্যকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

   
 ⁠

নব্যা বলেন, তিনি কখনোই নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেননি। নিজের যেটা করতে ইচ্ছা করে, যেটা ঠিক বলে মনে করেন তিনি সেটাই করেন। আপাতত নিজের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যেই এগিয়ে যেতে চান নব্যা।

  
 ⁠

ইতিমধ্যেই বলিউডে পা রেখেছে অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত। নাতনি নভ্যা পডকাস্ট শোয়ের সঞ্চালক। এই শো যথেষ্ট জনপ্রিয় হয়েছে। নভ্যা আগেই জানিয়েছিলেন তিনি সিনেমা জগতে আসতে চাননা। সেই মতোই এবার নিজের স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়েছেন তিনি। ভর্তি হয়েছেন আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে।

নভ্যার মা শ্বেতা বলেন, “আমার মনে হয় নভ্যা যে কাজটা করছে, তাতে ও সুন্দরভাবে নিজের পরিচিতি তৈরি করতে পারছে, ওর হাতে এখন অনেক কাজ। বলিউড শ্বেতার কেরিয়ার গড়ার জন্য সঠিক পথ বলে আমার মনে হয় না”।

এদিকে শুরু থেকেই অভিনয়ে নয় বরং বাবার ব্যবসা দেখার ইচ্ছেই ছিল নভ্যার। হোয়াট দ্য হেল নভ্যা’ শো তে একটি পর্বে শ্বেতা স্পষ্ট করে দিয়েছিলেন যে, দাদু-দিদা, মামা অভিষেক বচ্চন, মামী ঐশ্বর্য রাই বচ্চন বা ভাই অগস্ত্য নন্দার মতো পথ অনুসরণ করে অভিনয়ে নামতে আগ্রহী নন।