অফবিট

ইচ্ছে পূরণ করতেই ছেলের সঙ্গে উচ্চমাধ্যমিক! কার ঝুলিতে এল বেশি নম্বর?

ইচ্ছে থাকলে বয়স যে কোনও বাধা হতে পারে না তা প্রমাণিত হলো আরও একবার। অদম্য ইচ্ছেতেই এবং একইসঙ্গে নিজের অপূর্ন স্বপ্ন পূরণ করতে ছেলের সঙ্গেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন মা। নজির গড়লেন নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের সর্দারপাড়ার বাসিন্দা লতিকা মণ্ডল।

   

দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন লতিকা দেবী। ২০০১ সালে তাঁর বিয়ে হয়ে যায় হরিপুর নতুন সর্দারপাড়ার বাসিন্দা অসীম মণ্ডলের সঙ্গে। এরপর স্বাভাবিক ভাবেই আর পড়াশোনা শেষ করা হয়নি। এরপর দুই সন্তানের জননী হয়েছেন তিনি।

এরপর ছেলে মেয়েদের পড়াশোনা করাতে গিয়ে ফের একবার জেগে ওঠে নিজের পড়াশোনার সুপ্ত ইচ্ছে। ছেলের মাধ্যমিক দেওয়ার সময় তিনিও শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ২০১৯-২০ সালে মাধ্যমিক পাশ করেন। ফিরে পান হারিয়ে ফেলা আত্মবিশ্বাস।

এই বছর ছেলের সঙ্গেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন তিনি। নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ছাত্রী হিসাবেই পরীক্ষা দেন। মেলে কাঙ্ক্ষিত সফলতাও। তাঁর প্রাপ্ত নম্বর ৩২৪। ছেলে পেয়েছে মায়ের থেকে ৪১ নম্বর কম। তার প্রাপ্ত নম্বর ২৮৩। আর মায়ের এই সাফল্যে দারুন খুশি ছেলেও।

Back to top button