নন্দিনীর বিকিনির ছবিতে মাত নেট দুনিয়া! নিজের ফিট অ্যান্ড ফাইন বডির রহস্য ফাঁস করলেন অভিনেত্রী

বরাবরই দজ্জাল শাশুড়ির ভূমিকায় তাকে দেখা গেছে। সাবেকি সাজেই তাকে দেখে অভ্যস্ত দর্শকরা। কিন্তু এহেন অভিনেত্রীকে যদি বিকিনি পরে জলকেলি করতে দেখা যায় তবে তো ভিরমি খাবেই দর্শক মহল। আর সেটাই হয়েছে নন্দিনী চট্টোপাধ্যায়কে দেখে। বয়সের চোখরাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নন্দিনী শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। তবে এই বয়সেও কীভাবে এত ফিট তিনি? সেই রহস্য অবশ্য উন্মোচন করলেন অভিনেত্রী।
নিজের ফিটনেস সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “আমি যেমন প্রতিদিন যোগা, মেডিটেশন করি। শুটিং করে এসে একটা ক্লিনজিং প্রসেসের মধ্যে দিয়ে যাই। পুজোর ঘরে ধ্যানে বসি”। তাকে দেখলেই বোঝা যায় মনের সঙ্গে সঙ্গে তার শরীরের বয়সও যেন আটকে রয়েছে ৩০-এর ঘরেই।
তিনি আরও বলেন, “সুস্থ স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি হতে পারে যোগা। অনেক মানুষ এতে উপকৃত হতে পারেন। যে সমস্ত মহিলাদের কাছে অর্থ ব্যয় করে যোগা শেখার সুযোগ থাকে না তাঁদের জন্য আমি বিনামূল্যে যোগা শেখাতে চাই। আর তা প্রশিক্ষণ নেওয়ার অন্যতম কারণ”।
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ফ্লোরাল প্রিন্টের বিকিনি পরে জলকেলি করছেন তিনি। নিজের মত করে জীবন উপভোগ করছেন। কখনও জল ছুঁড়ে আবার কখনো জলে নেমে নানান ভঙ্গিমায় পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি।
তার এই ছবি দেখে প্রশংসার পাশাপাশি কটাক্ষের ঝড় বয়ে গেছে। এসেছে যৌনইঙ্গিত পূর্ণ কুরুচিকর নানা মন্তব্যও। যদিও সে সবকে থোড়াই কেয়ার তাঁর। নিজের ছন্দেই জীবনকে উপভোগ করছেন তিনি। একইসঙ্গে এই বয়সেও শরীরকে ফিট রেখেছেন। এত বছর বয়সে এসেও ঠিক যেন তন্বী হয়ে উঠেছেন অভিনেত্রী।