কাউকে ইমপ্রেস করার জন্য বিকিনি পড়িনি! সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হতেই কী বললেন নন্দিনী?

বরাবরই দজ্জাল শাশুড়ির ভূমিকায় তাকে দেখা গেছে। সাবেকি সাজেই তাকে দেখে অভ্যস্ত দর্শকরা। কিন্তু এহেন অভিনেত্রীকে যদি বিকিনি পরে জলকেলি করতে দেখা যায় তবে তো ভিরমি খাবেই দর্শক মহল। আর সেটাই হল নন্দিনী চট্টোপাধ্যায়কে দেখে। তার বিকিনি পরা ছবি দেখে যখন উত্তাল নেট দুনিয়া ঠিক তখনই সমস্ত সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী।
তার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ফ্লোরাল প্রিন্টের বিকিনি পরে জলকেলি করছেন তিনি। নিজের মত করে জীবন উপভোগ করছেন। কখনও জল ছুঁড়ে আবার কখনো জলে নেমে নানান ভঙ্গিমায় পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি।
তার এই ছবি দেখেই প্রশংসার পাশাপাশি কটাক্ষের ঝড় বয়ে গেছে। এসেছে যৌনইঙ্গিত পূর্ণ কুরুচিকর নানা মন্তব্যও। যদিও সে সবকে থোড়াই কেয়ার তাঁর। নিজের ছন্দেই জীবনকে উপভোগ করছেন তিনি। একইসঙ্গে এই বয়সেও শরীরকে ফিট রেখেছেন। এত বছর বয়সে এসেও ঠিক যেন তন্বী হয়ে উঠেছেন অভিনেত্রী।
তবে এবার যাবতীয় সমালোচনার জবাব দিয়ে এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়াতে। তাদের মধ্যে এটা খুবই নর্মাল বিষয় ছিল। এটাকে কেউ খারাপভাবে নিতে পারে কেউ ভালোভাবে নিতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ তিনি।
তাঁর মতে, কাউকে ইমপ্রেস করার জন্য তিনি এই ছবি তোলেননি বা বিকিনি পরেননি। গোয়াতে ছুটি কাটাতে গিয়ে বিকিনি ছবি তোলা তাঁর কাছে খুবই সাধারণ একটি বিষয়। তবে যারা ইতিবাচক মন্তব্য করেছেন তাদের স্বাগত জানিয়েছেন তিনি।
নন্দিনী আরও বলেন, “আমি খুব সাধারণভাবে এই ছবিগুলি পোস্ট করেছিলাম। তা কেউ খারাপভাবে নিতে পারে, কেউ ভালোভাবে নিতে পারে। সেটা যে যার ব্যক্তিগত চিন্তাভাবনা। যাঁরা এই ধরনের নেতিবাচক মন্তব্য করছেন তাঁরা বলিউডের নায়িকাদের বিষয়ে কতটা জাজমেন্টাল হন! বা ফিল্মফেস্টিভ্যালে যে ছবিগুলো আসে সেখানে কতজন সিনেমাটা দেখতে যান এবং কতজন ন্যুডিটি দেখতে যান”।