বড় পর্দায় পাড়ি জমাচ্ছেন স্মার্ট দিদি! তবে কি বন্ধ হতে চলেছে পাইস হোটেল?

ডালহৌসি চত্বরে কয়লা ঘাটের কাছে একটি পাইস হোটেল। বাবা মা মেয়ে মিলে চালায় সেই হোটেল। আর এতেই রাতারাতি সেলিব্রেটি বনে গিয়েছেন নন্দিনী। তিনি এখন স্মার্ট দিদি। তার গল্প লোকের মুখে মুখে ফেরে। রান্না থেকে খাবার পরিবেশন বলতে গেলে সব টাই করেন একা হাতে।
কিছুদিন আগেই তৈরি হয়েছিল জল্পনা হয়তো বড় পর্দায় পাড়ি দিতে পারেন তিনি। এবার তাতেই সিলমোহর দিলেন স্মার্ট দিদি। এবার তাঁকে বড় পর্দায় দেখা যাবে। কিন্তু তাহলে কি বন্ধ হয়ে যাবে শখের পাইস হোটেল? তার উত্তরও অবশ্য দিলেন তিনি
আরও পড়ুন: থাইল্যান্ড থেকে ঘুরে এসেই দিলেন সুখবর! বিয়ের পিঁড়িতে কবে বসছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা?
শনিবার রাতে রাজা সাহার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আসেন নন্দিনী। তাঁর হাতে ছিল বেশ কিছু কাগজের পাতা। তারপর জানান, তাঁরা বড় চমক দিতে চলেছেন। নন্দিনী বলেন, “আজ একটা চরিত্রের কথা বলব। নন্দিনী নয়, সে নিলাক্ষী”।
এই প্রসঙ্গে এবার স্মার্ট দিদি বলেন, তিন সত্যি’ নামক এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে বৃহস্পতিবার থেকে। ছবিতে তাঁর চরিত্রের নাম নীলাক্ষী। এই চরিত্রটি ঠিক কেমন হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। ছবিটি পরিচালনা করবেন প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: সশরীরে না থেকেও অভিষেক আছে! এই বিশ্বাসেই এবার সিঁদুর খেলবেন সংযুক্তা
এদিকে সেলুলয়েড জগতে এলে কি পাইস হোটেল বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন উঠতেই একেবারেই তার উত্তর দিলেন নন্দিনী। জানালেন, “যেখানে যা ছিল সব একই থাকবে। পাইস হোটেল বন্ধ করার কোনও প্রশ্নই ওঠে না। আমার ভাতের হোটেল চলবেই। মা-বাবাকে দেখার জন্য এই ব্যবসাটা প্রথম শুরু করি। সুতরাং কোনও অবস্থাতেই তা তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।”
এদিকে, চলতি বছরেই হবে বহুদিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন নন্দিনী। আর তার আগেই আংটি বদল সেরে নেবেন তাঁরা। যদিও আগেই তার প্রেমিকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তিনি। নন্দিনী জানান, তার প্রেমিক রুদ্র দাসও পেশায় ব্যবসায়ী। সিমলাতে হোটেলের ব্যবসা রুদ্রর। খুব শীঘ্রই বাগদান পর্ব সারবেন তাঁরা।