বিনোদন

শীঘ্রই হবে আংটি বদল! কবে সাত পাকে বাঁধা পড়ছেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী?

ডালহৌসি চত্বরে কয়লা ঘাটের কাছে একটি পাইস হোটেল। বাবা মা মেয়ে মিলে চালায় সেই হোটেল। আর এতেই রাতারাতি সেলিব্রেটি বনে গিয়েছেন নন্দিনী। তিনি এখন স্মার্ট দিদি। তার গল্প লোকের মুখে মুখে ফেরে। রান্না থেকে খাবার পরিবেশন বলতে গেলে সব টাই করেন একা হাতে। এবার এই নন্দিনীই জানালেন শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

নন্দিনী জানান, তার প্রেমিক রুদ্র দাসও পেশায় ব্যবসায়ী। সিমলাতে হোটেলের ব্যবসা রুদ্রর। খুব শীঘ্রই বাগদান পর্ব সারবেন তাঁরা। চলতি বছরেই হবে বিয়ে। আর তার আগেই আংটি বদল সেরে নেবেন তাঁরা। যদিও আগেই তার প্রেমিকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে তাঁর পাইস হোটেলের রোজ দুপুরে ভিড় থাকে চোখে পড়ার মতো। তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও ডাক পড়েছিল তার। রান্না-বান্না থেকে ক্রেতাদের খাবার পরিবেশন সবটাই নিজে হাতে সুন্দর করে সামাল দেন তিনি।

শীঘ্রই হবে আংটি বদল! কবে সাত পাকে বাঁধা পড়ছেন 'স্মার্ট দিদি' নন্দিনী?
শীঘ্রই হবে আংটি বদল! কবে সাত পাকে বাঁধা পড়ছেন ‘স্মার্ট দিদি’ নন্দিনী?

যদিও তাঁকে নিয়ে বিতর্কও রয়েছে প্রচুর। লকডাউনে চাকরি ছেড়ে এসে বাবা মায়ের পাশে দাড়ান। নিজের হাতে তুলে নেন হোটেলের দায়িত্ব। সেই থেকে শুরু। এরপর তাঁর এই লড়াইয়ের গল্প একদিন এক ব্লগারের তুলে ধরেন স্যোশাল মিডিয়ায়। সেখান থেকেই রাতারাতি ভাইরাল হয়ে যান ‘স্মার্ট দিদি’ নন্দিনী। এখন তাঁর দোকানের সামনে রোজই লেগে থাকে ব্লগারদের ভিড়।

Back to top button