তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন। তবে তাকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু রহস্য আজও দর্শকদের মনে কৌতূহলের নিদর্শন করতে পারেনি।
এদিকে শোনা যায় সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এমনকি তাঁরা নাকি বিয়েও করেছিলেন। তবে তাঁর আগেই সঞ্জয়ের মা নার্গিস রেখাকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যা নিয়ে সেই সময় তোলপাড় হয়েছিল বি টাউন।
নার্গিস বলেছিলেন, রেখা পুরুষদের ভাবতে বাধ্য করেছিলেন যে তিনি সহজেই উপলব্ধ। কিছু লোকের চোখে তিনি ডাইনির চেয়ে কম কিছু নয়। নার্গিস বলেন, উমরাও জানে অভিনয় করা শক্তিশালী অভিনেত্রী হারিয়ে গেছেন এবং তাঁকে ঠিক পথে আনার জন্যে একজন শক্তিশালী কারোর প্রয়োজন।
দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন তিনি ১৯৯০ সালে। কিন্তু বিয়ের এক বছরের মাথায় স্ত্রীর ওড়না পেচিয়েই আত্মহত্যা করেন মুকেশ আগারওয়াল। এই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে জল ঘোলাও হয় বিস্তর। কিন্তু সব থেকে তাৎপর্যের ব্যাপার স্বামীর মৃত্যুর পরেও একমাথা সিঁদুর পড়ে ঘুরে বেড়ান রেখা। এখনো তাকে যে কোন অনুষ্ঠানে দেখা যায় সিঁদুর পরেই আসতে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে তাহলে কার জন্য সিঁদুর পড়েন তিনি। কারোর মতে অমিতাভ বচ্চনের জন্য সিঁদুর পড়েন রেখা। একবার ঋষি কাপুর-নিতু সিং এর বিয়েতে সিঁদুর পড়েই হাজির হয়েছিলেন তিনি। সেই সময় সিঁদুর পরা নিয়ে প্রশ্ন উঠতে অভিনেত্রী জানিয়েছিলেন শুটিংস এর থেকে সরাসরি ফিরেছেন তাই সিঁদুর তোলার সময় পাননি। কিন্তু তারপরেও প্রতিটা জায়গায় তাকে দেখা গিয়েছে মাথা ভর্তি সিঁদুরে।
তবে এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন, সেই মানুষটার জন্যই তিনি আজও সিঁদুর করেন যার প্রতি তার এখনো শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রয়েছে। তিনি একমাত্র অমিতাভ বচ্চন। কিন্তু রেখার জীবনী, “রেখা দা আনটোল্ড স্টোরিতে” লেখক ইয়াসিন ওসমান লিখেছেন সঞ্জয় দত্তের জন্যই নাকি সিঁদুর পড়েন রেখা। কারণ অমিতাভ বচ্চনের পর নাকি একসময় সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্ক হয়েছিল এই গ্ল্যামার কুইনের। এমনকি গোপনে নাকি বিয়েও সেরেছিলেন তারা। আর তাই সঞ্জয় দত্তের মঙ্গল কামনাতেই এখনো সিঁথি রাঙিয়ে যান তিনি। যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু বারবার এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। তার কথায় সিঁদুর পড়া ফ্যাশনেবল তাই তিনি সিঁদুর পড়েন।