অনেক বেশি পরিণত আরাধ্যা! মামাতো বোনকে নিয়ে মুখ খুললেন নব্যা

Published on:

অনেক বেশি পরিণত আরাধ্যা! মামাতো বোনকে নিয়ে মুখ খুললেন নব্যা

জন্ম থেকেই বলিউডি হালচাল দেখে মানুষ আরাধ্যা। বাবা, মা, দাদু, ঠাকুমা সকলেই তারকা। তাই ছোট থেকেই তার রন্ধ্রে রন্ধ্রে বলিউডি আদব কায়দা। কিভাবে ক্যামেরার সামনে পোজ দিতে হয়, কিভাবে পাপ্পারাজিদের সঙ্গে কথা বলতে হয় সবই এই বয়সে রপ্ত করেছে সে। এবার মামার মেয়েকে নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন নব্যা নন্দা।

সম্প্রতি শুরু হয়েছে নব্যার শো ‘হোয়াট দ্য হেল নব্যা’র দ্বিতীয় সিজন। সেখানেই উঠে আসছে বচ্চন পরিবারের অন্দরমহলের একের পর এক খবর। এবার এই শোতেই উঠে এল আরাধ্যাকে নিয়ে নব্যার মনোভাব।

   
 ⁠

নব্যার কথায়, “আমার আসলে আরাধ্যাকে কোনও উপদেশ দেওয়ার নেই। আমি নিজের ১২ বছর বয়সের কথা ভাবি আর আরাধ্যাকে দেখি। অনেক বেশি পরিণত ও। এ ছাড়াও এখনকার বাচ্চারা চারপাশে যা কিছু ঘটে চলেছে, তা নিয়েও অবগত। তাই ওর মতো একটা বোন পাওয়া সৌভাগ্য”।

  
 ⁠

বচ্চন পরিবারে শাশুড়ি-বৌমার সম্পর্কে চিড় ধরেছে। শুধু শাশুড়ির সঙ্গেই নয়, ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গেও নাকি বনিবনা নেই ঐশ্বর্যার। মেয়েকে নিয়ে আপাতত বাপের বাড়িতেই থাকছেন ঐশ্বর্য।