শাহরুখের সুপার হিট ছবির হিরোইন এই তরুণী! ছবি দেখে বলুনতো চিনতে পারছেন কি না?

একটা লাল-কালো প্রিন্টেড সালোয়ার কামিজ পরে, অতি সাধারণ মেকআপে সৌন্দর্য বিষয়ক একটি টিভি শোয়ের সঞ্চালনা করতে দেখা যাচ্ছে এক সঞ্চালিকাকে। দেখতে অতি সাধারণ। কিন্তু এই মহিলাই এখন শাহরুখ খানের ব্লক ব্লাস্টার ছবির হিরোইন। কিন্তু শুরুর দিকের এই ছবি দেখে তাঁকে বিন্দু মাত্র চেনার উপায় নেই।
দক্ষিণী অভিনেত্রী নয়নতারার কথা হচ্ছে। যিনি এখন জওয়ান ছবির অভিনেত্রী। সম্প্রতি ভাইরাল হয়েছে পুরনো একটি ভিডিও। সেখানেই এইরকম সাধারণ ভাবে দেখা গিয়েছে নয়নতারাকে। তাঁর কেরিয়ারের শুরু দিকের সেই সঞ্চালনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ভাইরাল ভিডিও দেখে একাধিক কমেন্ট এসেছে। কেউ লিখেছেন, ‘নয়নতারাকে তো চেনা-ই যাচ্ছে না।’, একজন মন্তব্য করেছেন, ‘নয়নতারার তো ভোল-ই বদলে গিয়েছে।’ কারোর মতে, ‘একে তো চেনাই দায়! টাকা সবকিছু বদলে দেয়।’ কারোর কথায়, ‘সবই সার্জারির ফল, একটু একটু করে বদলেছেন নয়নতারা।’
বর্তমানে পরিচালক স্বামী ভিগ্নেশ শিবান ও দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী।সিনেমায় অভিনয়ের আগে নয়নতারা দক্ষিণের টিভি শো ‘চামায়াম’-এর জন্য সঞ্চলনা করতেন। দক্ষিণের কৈরালি টিভিতে তাঁকে তাঁর দর্শকদের ফ্যাশন ও সৌন্দর্যের টিপস দিতে দেখা গিয়েছে।