বিয়ের মণ্ডপ থেকে উধাও বউ! আলতা ফড়িং থেকে কীভাবে মিলি হয়ে উঠলেন খেয়ালি?

বিয়ের মণ্ডপে সব রেডি। বিয়ের সাজে তৈরি কনে। পান পাতা দিয়ে ঢাকা মুখ। এর মধ্যেই হঠাৎ করে ছাদনাতলা থেকে কনে কে নিয়ে চম্পট দিল দুষ্কৃতি। এমনই টানটান উত্তেজনা নিয়ে প্রকাশ পেল নয়া ধারাবাহিক মিলির প্রোমো।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক মিলি। ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে ফড়িংয়ের চরিত্রে অভিনয় করা খেয়ালী মণ্ডলকে দেখা যাবে নাম ভূমিকায়। একেবারে মিষ্টি ঘরোয়া মেয়ের চরিত্রে দেখা যাবে এবার তাকে।
আলতা ফড়িংয়ের পর কামব্যাক করলেন অভিনেত্রী খেয়ালি মন্ডল। এবার চ্যানেলের তরফে প্রকাশ করা হল ক্যামেরার পেছনের ভিডিও। কেমন করে মজা করে চলে শুটিং পর্ব সেই ভিডিওই এবার প্রকাশ্যে আনল চ্যানেল কর্তৃপক্ষ। এদিকে ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর সোম থেকে শনি রাত ন’টায় ছোট পর্দার দর্শকের জন্য নতুন উপহার নিয়ে আসছে খেয়ালি-ধ্রুব-অনুভব। প্রোমো তে দেখা গিয়েছে, মিলি একজন মিষ্টি মেয়ে। সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে সুখে সংসার করবে। বিয়ের সাজ সাজতে সাজতেই হবু স্বামীর সঙ্গে প্রেমালাপে ব্যস্ত মিলি। তারপর বিয়ের মন্ডপ। সেখানেই আগন্তুকের আগমন।
খেয়ালীকে এর আগে আলতা ফড়িং ধারাবাহিকে দেখা গিয়েছিল। ফড়িংয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন খেয়ালি। তাঁর জিমন্যাস্ট হওয়ার স্বপ্ন নিয়ে গল্প এগিয়েছিল। এই ধারাবাহিকে তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন ধ্রুবজ্যোতি সরকার। অন্যদিকে আগন্তুক দুষ্কৃতির ভূমিকায় দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে।