নতুনের শুরু! অবশেষে সুখবর দিলেন নীল-তৃণা, শুভেচ্ছায় ভরালো ভক্তরা

২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তৃণা সাহা বিয়ে করেন অভিনেতা নীল ভট্টাচর্য্যকে। এরপর দাম্পত্য, স্বামীকে নিয়ে কম চর্চা হয়নি। এক সময় শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদ হয়ে যাবে। তবে সেই সব জটিলতা কাটিয়ে এখন সুখের সংসার করছেন তাঁরা। এরমধ্যেই এই তারকা দম্পতি দিলেন খুশির খবর। আর এই খবর চাউর হতেই শুভেচ্ছা বার্তা জানালেন অনুরাগীরা।
অভিনয়ের সঙ্গেই এবার ব্যবসা শুরু করলেন এই সেলেব জুটি। গড়িয়াহাটের যশোদা ভবনে নিজেদের স্টোর খুলেছেন তাঁরা। দোকানের নাম দিয়েছেন ক্লদ বাই তৃনীল। ইতিমধ্যে লক্ষ্মী-গণেশ পুজো করে উদ্বোধন হয়েছে দোকানের। সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন তাঁরা।
দোকানে নিজেদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নতুনের শুরু। আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা চাই”। প্রসঙ্গত, তাদের ইতিমধ্যেই একটি স্টুডিও রয়েছে।
শোনা গিয়েছিল, সম্প্রতি বড় পর্দাতেও গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাকে। এবার প্রথমবার দেখা যাবে বড় পর্দায় টলিপাড়ার এই জুটিকে। জানা গিয়েছে, সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে, পরাণ বন্দ্যোপাধ্যায়,ঋতব্রত মুখোপাধ্যায় ও নবাগতা রাই দাসকে ।
সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প, এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’। ছবিতে সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী – তৃণা সাহা কে। একজন মিউজিশিয়ান হিসেবে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। গুরুত্বপূর্ন ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। কীভাবে জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে জীবনের নতুন দিশা খুঁজে পায়, তার কথাই বলবে ‘তিলোত্তমা’।