Uncategorized

বিয়েটা চুক্তিবদ্ধ হলেই ভালো হয়! তৃণা-নীলের মতের অমিল, তবে কি বিচ্ছেদের ফের গুঞ্জন?

২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তৃণা সাহা বিয়ে করেন অভিনেতা নীল ভট্টাচর্য্যকে। এরপর দাম্পত্য, স্বামীকে নিয়ে কম চর্চা হয়নি। এক সময় শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদ হয়ে যাবে। তবে সেই সব জটিলতা কাটিয়ে এখন সুখের সংসার করছেন তাঁরা।কিন্তু এর মধ্যেই ফের গুঞ্জন বিচ্ছেদের।

স্বামী নীলের কাছে আবদার করেছিলেন স্ত্রী। কিন্তু সেই আবদার উড়িয়ে দিলেন অভিনেতা। এক ভিডিওতে দেখা যাচ্ছে নীলের কাছে ঘুরতে যাওয়ার আবেদন করছেন তৃণা। কিন্তু সেই আবদার উড়িয়ে দিলেন অভিনেতা। জানান, একটি নির্দিষ্ট চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি কোথাও যেতে পারবেন না। ধারাবাহিকের শ্যুট করতে হবে তাঁকে।

এরপরেই অভিনেত্রী বলেন, কাজের মতো তাঁদের বিয়েটাও চুক্তিবদ্ধ হওয়াই উচিত হল। তৃণার সঙ্গে যদিও একমত হননি নীল। তাঁর মতে, বিয়ে চুক্তিবদ্ধ হলে সেখানে অর্থ থাকত। ভালবাসা থাকত না।

প্রসঙ্গত, অভিনয়ের সঙ্গেই এবার ব্যবসা শুরু করলেন এই সেলেব জুটি। গড়িয়াহাটের যশোদা ভবনে নিজেদের স্টোর খুলেছেন তাঁরা। দোকানের নাম দিয়েছেন ক্লদ বাই তৃনীল। ইতিমধ্যে লক্ষ্মী-গণেশ পুজো করে উদ্বোধন হয়েছে দোকানের। সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন তাঁরা।

Back to top button