পঞ্জাবি মেয়ে হয়েও বাংলার নায়িকা! জীবনের কালো অধ্যায় কাটিয়ে ফের পর্দায় ফিরছেন আমনদীপ

স্ত্রী সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছিলেন পাঞ্জাবি কন্যা নেহা আমনদীপ। কিন্তু তারপর থেকে তাকে আর পর্দায় সেভাবে দেখা যায়নি। পাঞ্জাবি কন্যা হয়েও তার বাংলা ভাষার প্রতি দক্ষতা এবং অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সহজেই মন জয় করেছিলেন মধ্যবিত্তের। কিন্তু তারপরেই হঠাৎ করে হারিয়ে যান তিনি। তবে জানা গেল ফের আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী।
প্রায় ৩ বছর ছোটপর্দা, বড়পর্দা, ওটিটি কোথাও দেখা যায়নি নেহাকে। এমনকী সোশ্যাল মিডিয়াকেও বিদায় জানান তিনি। ইন্ডাস্ট্রির কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগও রাখেননি তিনি। কিন্তু কেন এমনটা করেছিলেন তিনি? এবার নিজেই সেই কাহিনী জানিয়েছেন।
অভিনেত্রী বলেন, চরম অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি। প্রতি মুহূর্তে মনে হতো মরে যেতে। কিন্তু আপাতত সেই পর্যায়ে কাটিয়ে উঠেছেন তিনি। ফিরেছেন স্বাভাবিক জীবনে। তাঁর কথায়, “তোমার মরে যাওয়া উচিত, আমার এই সব মনে হত। আমি ভয় পেতাম লোকজনের সঙ্গে কথা বলতে। আমি রুমের বাইরে বার হতে পারতাম না। কাজের ব্যাপারে কেউ ফোন করলে ফোন ধরতাম না… ডিপ্রেশন শব্দটা সেই বুঝতে পারে যে সেটার মধ্যে দিয়ে যায়। মানে তুমি নিঃশ্বাস নিচ্ছ, কিন্তু তুমি বেঁচে নেই”।
দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে অভিনেত্রী জানান, “ছোট ছিলাম তখন আমি। অন্যের কিছু কথা শুনে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম। কেন ছাড়লাম সেটা নিজেও ঠিকভাবে ব্যাখা করতে পারব না। আমার মনে হত আমার মাথার মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি কথা বলছে”। তবে এখনো কিছু চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই আবার তাকে পর্দায় দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।