ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারক হিসেবে দেখা যাচ্ছে নেহা কক্করকে। প্রায়ই দেখা যায় প্রতিযোগীদের লড়াইয়ের কথা শুনে কেঁদে ফেলেন তিনি। এমনকি সামান্য ছোট ছোট কথাতেও আবেগে ভেসে যান তিনি। অল্পেতেই চোখের জল ফেলেন। আর এবার তাঁর এই কথায় কথায় কান্না নিয়েই ট্রোল হলেন তিনি।
ইন্ডিয়ান আইডলে অনেকেই আসেন যাঁরা জীবন যুদ্ধে অনেক লড়াই করে এই মঞ্চে আসেন। তাঁদের লড়াইয়ের কথাও শোনান তাঁরা বিচারকদের। মঞ্চে থাকা বিচারকেরাও তাই জানতে চান, কে কোথা থেকে আসছেন, কার কোন বিষয়ের প্রতি, কেন এত নিষ্ঠা। অনেকের চোখে জল এনে দেবে এই কাহিনী। তবে সকলের গল্পেই কি হাউ-হাউ করে কাঁদতে হয়?
নেহার খুব চেনা ছবি হচ্ছে নানা প্রতিযোগীদের কথা শুনে কেঁদে ফেলা। বিভিন্ন প্রতিযোগীরও বহু দূর থেকে বহু কষ্ট করে এই মঞ্চে এসে পৌঁছান। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বারবার নেহাকে কাঁদতে দেখা যায়। যা নিয়ে ব্যপক ট্রোলের শিকার হতে হয়েছে তাঁকে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, সব কাহিনী শুনে কি কাঁদতেই হয়? তিনি এত কেন কাঁদেন? টিআরপি বাড়াতে এত চেষ্টা? শোয়ের জনপ্রিয়তার জন্য এভাবে কাঁদতে হয়? যদিও এইসব বিষয়ে পাত্তা দিতে নারাজ গায়িকা।