প্রয়াত ‘ইন্ডিয়ার ব্রুসলি’-খ্যাত মডেল-অভিনেতা অর্ধেন্দু বসু! জানুন তার অজানা ইতিহাস

মুম্বইয়ের পরিচিত মডেল। অভিনয় করেছেন বেশ কিছু ছবিতেও, সম্পর্কে আবার তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো। তিনি হলেন অর্ধেন্দু বসু। সোমবার মুম্বইয়ে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অর্ধেন্দু বাবুর স্ত্রী এই কথা জানিয়েছেন। মুম্বইতেই নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বহু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বলা যায় বিজ্ঞাপন জগৎ থেকে শুরু করে মডেলিংয়ের ক্ষেত্রে অতি পরিচিত মুখ ছিলেন এই অর্ধেন্দু বসু। বম্বে ডাইয়িংয়ের বিজ্ঞাপন বললেই তাঁর মুখ ভেসে ওঠে। তাঁকে ভারতের ব্রুসলিও বলা হত। বেশ কিছু সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছিলেন তিনি।
নেতাজি সুভাষচন্দ্র বসুর কনিষ্ঠ ভাই শৈলেশচন্দ্র বসুর ছেলে ছিলেন অর্ধেন্দু বসু। ‘কোবরা’, ‘মেরা ইয়ার মেরা দুশমন’ প্রভৃতি ছবিতে তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। কোবরা ছবির জন্যই তাঁকে ভারতের ব্রুসলি বলা হয়। কালকূট বলে একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি।
জানা যায়, অভিনয় মডেলিং-এর আগে ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে রীতিমতো চর্চা করতেন অর্ধেন্দু বসু। ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজির লড়াইয়ের সময় থেকে কীভাবে তাঁর পরিবারকে ব্রিটিশদের অত্যাচারের মুখে পড়তে হয়েছিল সেই অভিজ্ঞতাও জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে।