ফের বড় পর্দায় আসছে রামায়ণ! বিরাট চমক দিয়ে হনুমানের চরিত্রে কি সানি দেওল?

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে তৈরি ওম রাউতের ছবি আদিপুরুষ নিয়ে নিন্দার অন্য নেই। যথেষ্ট ট্রোলড হয়েছে এই সিনেমা। বিশেষ করে হনুমানের একটি বিশেষ দৃশ্যের সংলাপ তো খুব বেশি করেই ভাইরাল হয়েছে। যে ভিএফএক্স নিয়ে এক সময়ে একাধিক অভিযোগ উঠেছিল, সংশোধনের পরও তা নিয়ে নিন্দে হয়েছে। এই সবকিছুর পরেও ফের আর একবার রামায়ণ নিয়ে সিনেমা হতে চলেছে বি টাউনে। বহু সাহস সঞ্চয় করে পরিচালক নীতেশ তিওয়ারি নতুন করে ‘রামায়ণ’-এর কাজ শুরু করতে চলেছেন।
জানা গিয়েছে এখন একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে কথা বার্তা। তবে এই সিনেমা যে হবে সেটাও জানা গিয়েছে। ইতিমধ্যেই রাম হিসেবে রণবীর, সীতার চরিত্রে দক্ষিণী তারকা সাই পল্লবী এবং রাবণ হিসেবে ‘কেজিএফ’ তারকা যশের নাম ঠিক করা হয়েছে। অন্যদিকে হনুমানের চরিত্রে সানি দেওলের নাম ভাবা হয়েছে। সেই প্রস্তাবও গিয়েছে তাঁর কাছে। ধর্মেন্দ্র পুত্রর সেই প্রস্তাব পছন্দ হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া থেকে দেবের নায়িকা! পাল্টে যাওয়া জীবনের গল্প বললেন বাঘাযতীনের সৃজা
প্রসঙ্গত, বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়েছে আদিপুরুষ। সব মহল থেকেই নিন্দে করা হয়েছে এই ছবিকে নিয়ে। যেমন অভিনয়, তেমন চিত্রনাট্য সব কিছুই একেবারে ডাহা ফেল করেছে। এমনকি ছবির বাজেট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিভিন্ন মহল।
চন্দ্রযান ৩ এর বাজেটের সঙ্গে আদিপুরুষ সিনেমার বাজেট তুলনা করে কটাক্ষ করা হয়েছে এই সিনেমাকে। চন্দ্রযান ৩ তৈরি করতে খরচ পড়ছে ৬১৫ কোটি টাকা। অন্যদিকে আদিপুরুষ সিনেমার বাজেট প্রায় ৭০০ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৭৫ কোটি টাকা বেশি। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হয়েছে এই সিনেমা।
আরও পড়ুন: লাল হনুমান টুপিতে চেনা যাচ্ছে এই খুদেকে? ইনি এখন জাতীয় পুরস্কার জয়ী বাঙালি পরিচালক
প্রসঙ্গত, শুরু থেকেই সমালোচনা হচ্ছে এই সিনেমাকে নিয়ে। চাপের মুখে সংলাপ রচয়িতা মনোজ মুন্তাসির এবং প্রযোজক সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিছু সংলাপ বদল করা হবে। বিশেষ করে হনুমানের বেশ কিছু সংলাপ। এর ছবিটি আবার প্রকাশ করা হবে। সেই মত তা করাও হয়েছিল। কিন্তু তারপরেও একাধিক বিষয় নিয়ে বারবার নিন্দার মুখে পড়েছে এই সিনেমা।