সনু নিগমের মন মাতানো সরগম! ঐশ্বরিক প্রতিক্রিয়া দিল সদ্যজাতও

Published on:

সনু নিগমের মন মাতানো সরগম! ঐশ্বরিক প্রতিক্রিয়া দিল সদ্যজাতও

৯০ দশকের ছেলেমেয়েদের আবেগের অন্য নাম সনু নিগাম। তার সুরের মূর্ছনা এখনো আজকালকার প্রজন্মকেও মন্ত্রমুগ্ধ করে তোলে। এই কিংবদন্তি গায়কেরই সরগরম শুনে ঐশ্বরিক প্রতিক্রিয়া দিল এক সদ্যজাতও।

পরিবারের কনিষ্ঠতম সদস্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোনু নিগম। তাঁকে কোলে নিয়ে আদর করছিলেন গায়ক। তখনই তিনি সারেগামাপা গেয়ে ওঠেন। সোনুর গলায় সরগম শুনে মিষ্টি হাসি দেখা যায় শিশুটির মুখে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন গায়ক। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

   
 ⁠

ভিডিও আপলোড করে সোনু নিগম লিখেছেন, “একটি অত্যন্ত পরিশ্রমী ও পবিত্র দিন কোনও একটি মিষ্টি ফল দিয়ে শেষ করলে কেমন হয়! আমার বর্ধিত পরিবারের কনিষ্ঠতম সদস্য অভয়ান যাদবের সঙ্গে দেখা করুন। আমি যখন তাকে প্রথমবার কোলে নেই, এবং তার জন্য সা রে গা মা পা গাই, সে আমাকে এভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছিল। একেবারে ঐশ্বরিক”।

  
 ⁠

১৯৭৩ সালের ৩০শে জুলাই জন্ম সোনু নিগমের। মাত্র ৫ বছর বয়স থেকে মঞ্চে গান গাইছেন সোনু। ৪৫ বছর ধরে একটানা জারি রয়েছে এই সুর-সফর। ১৯৯৩ সালে মাত্র ১৮ বছর বয়সে বলিউডে কাজ শুরু করেন সোনু নিগম। সারেগামা-র সঞ্চালক হিসাবে দীর্ঘদিন দেখা গিয়েছে সোনু নিগমকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি।