একের পর এক নতুন নায়িকা নিয়ে কাজ! দেবের নায়িকা হতে গেলে কী কী শর্ত মানতে হবে? ফাঁস করলেন অভিনেতা

উত্তরবঙ্গে চুটিয়ে চলছে প্রধানের কাজ। এরমধ্যেই পুজোয় রয়েছে বাঘাযতীনের মুক্তি। সব মিলিয়ে এখন দারুন ব্যস্ত দেব। প্রধানের শুটিং সামলে একদিনের জন্য কলকাতায় এসেছিলেন অভিনেতা তথা প্রযোজক। বাঘাযতীনের টিজার লঞ্চের জন্যই এসেছিলেন মূলত।
সম্প্রতি একেবারেই ছক ভাঙা ছবি করছেন দেব। আর তাঁর এই ছবি গুলোতে নায়িকা হিসেবে প্রাধান্য পাচ্ছে নবাগতারা। এর পেছনে কী স্ট্র্যাটেজি রয়েছে? হঠাৎ নতুনদের নিয়ে কাজ করতে এত উৎসাহী কেন হলেন তিনি? এই সব কিছুরই এবার জবাব দিলেন তিনি।
দেব বলেন, “এখন তো খুব কন্টেন্ট নির্ভর ছবি হচ্ছে। তাই আমাদের গিয়ে মনে হয়েছে কোথাও গিয়ে এই মেয়েটাকেই দরকার। আমাদের মনে হয়েছিল এই চরিত্রের জন্য এরকম একটা লুক দরকার”। তবে দেবের ছবির নায়িকা হতে গেলে কি বিশেষ কোনও শর্ত মানতে হবে? এর উত্তরে তিনি বলেন, “অন্য রকমের ছবি হচ্ছে সব। তাই ওভাবে শর্ত দেওয়া যায় না। তাই আজকে বলাটা ডিফিকাল্ট যে আমি আমার পরবর্তী ছবিতে কেমন নায়িকা খুঁজছি”।
সম্প্রতি দেখা গিয়েছে, প্রধান ছবির জন্য মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষাকে নেওয়া হয়েছে। আবার বাঘাযতীনেও দেখা যাবে নতুন মুখ সৃজাকে। রীতিমতো অডিশন দিয়ে এই ছবি মিলেছিল সৃজার। এছাড়াও প্রায় ৯২ জন চরিত্র রয়েছে বাঘাযতীন ছবিতে। এরা সকলেই প্রায় নতুন।