১৪ বছরের অপেক্ষার অবসান করে ফের একসঙ্গে দেখা যাবে প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের জুটিকে। নিজের ৫৭তম জন্মদিনে নতুন ছবির ঘোষণা করলেন ‘খিলাড়ি’ কুমার ৷ সোমবার প্রকাশ্যে এসেছে ‘ভূত বাংলা’ ছবির মোশন পোস্টার ৷ কমেডি-হরর ঘরানার এই ছবি মুক্তি পাবে ২০২৫ সালে ৷
প্রিয়দর্শন ও অক্ষয়ের জুটি এর আগে ‘হেরাফেরি’, ‘গরম মশালা’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে দনা দন’ ও ‘ভাগম ভাগ’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। ২০১০ সালে শেষবার অক্ষয় কাজ করেছিলেন প্রিয়দর্শনের সঙ্গে ৷ ছবির নাম ‘খাট্টা-মিঠা’ ৷ তারপর আবার এই জুটি বড় পর্দায় আসছে একসঙ্গে।
অভিনেতা সোশাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেন৷ তিনি লেখেন, “সকলকে ধন্যবাদ আমার জন্মদিন আরও সুন্দর করে তোলার জন্য ৷ এই বছরের জন্মদিন উদযাপন করছি ভূত বাংলার প্রথম ঝলক প্রকাশ করে ৷ উচ্ছ্বসিত দীর্ঘ ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ৷ অনেকদিন পর এক স্বপ্ন যেন পূরণ হচ্ছে ৷ ম্যাজিকের সঙ্গে জুড়ে থাকুন ৷”
ভূত বাংলা ছবি প্রযোজনা করছে বালাজি টেলিফিল্মস ও কেপ অফ গুড ফিল্মস ৷ পাশাপাশি, এই ছবি প্রযোজনায় টাকা ঢালছেন অক্ষয় কুমারও । শীঘ্রই শুরু হবে শ্যুটিং।