সিরিয়াল

আবার ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা! এবারে বলবেন মা-মেয়ের গল্প

সিরিয়াল হোক বা সিনেমা কিংবা কোনও নন ফিকশন শো সবেতেই দারুন জনপ্রিয় অপরাজিতা আঢ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার গুণে সহজেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি দারুন উপভোগ করেন দর্শকমহল। তাই কোন ধারাবাহিক থেকে তিনি চলে গেলে তা স্বাভাবিকভাবেই তার অনুরাগীদের কাছে মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়। তিনি কবে আবার ছোট পর্দায় ফিরবেন তাই নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। তবে এবার ভক্তদের জন্য সুখবর। ফের ছোট পর্দায় দেখা যাবে তাকে।

জানা গিয়েছে এবার স্টার জলসার পর্দায় দেখা মিলবে অভিনেত্রীর। নতুন সিরিয়াল আসছে ‘জল থই থই ভালোবাসা’। সেখানেই দেখা যাবে তাকে। এই মেগায় তাঁর চরিত্রের নাম কোজাগরী বসু। মা-মেয়ের সম্পর্কের গল্প বলবে এই মেগা। অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে।

২৫শে রাত ৯টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে এই ধারাবাহিকের সময় ঘোষণাও হল একদম অভিনব কায়দায়। প্রোমো তে দেখা যাচ্ছে, রান্নাঘরে নেচে নেচে গুনগুন করে গান গাইছেন কোজাগরী বসু ওরফে অপরাজিতা। আর তাঁর মেয়ে সেই গোটা বিষয়টি লাইভ করছে। মাও মেয়ের এই কাণ্ডকে দারুন এনজয় করছে আর সেখানেই জানাচ্ছে ধারাবাহিক শুরুর কথা।

প্রসঙ্গত, কিছুদিন আগে সিরিয়ালে ফেরার প্রসঙ্গে অভিনেত্রী জানান, “টেলিভিশনে এখন একটা ট্রেন্ড চলছে একরকমের গল্প। একটা সিরিয়ালের একরকমের গল্প হিট করে যাচ্ছে মানে সেরকমই। আমাকে নিয়ে অন্যরকম কিছু না ভাবলে এই মুহূর্তে আমি করার কথা ভাবছি না”। তবে তিনি সিরিয়ালে ফিরলে শর্ত সাপেক্ষেই ফিরবেন বলে জানান।

এই শর্ত প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, “চরিত্রটা আমার পছন্দের হতে হবে। এবং কথা দিতে হবে সেই চরিত্র সেই দিকেই যাবে। মানে চরিত্রটার মোড় ঘুরিয়ে তুমি অন্য দিকে নিয়ে যেতে পারবে না। তুমি যে গল্প আমাকে বলছ, সেই ভাবেই এগোবে। টেলিভিশন আমার খুব পছন্দের জায়গা। আমি অপরাজিতা আঢ্য হয়েইছি টেলিভিশনের জন্য। সুতরাং আমি টেলিভিশনে ফিরবই। তবে সেটা শর্তসাপেক্ষ”।

Back to top button