সিরিয়াল

এবার লক্ষ্মী হলেন অর্কজা! নতুন অবতারে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

এক মর্মান্তিক কাহিনী নিয়ে শুরু হয়েছে নতুন এক সিরিয়াল। বিমল মিত্রের উপন্যাস ছোট পর্দায় দেখা যাবে। সোমবার থেকে আকাশ আটে শুরু হয়েছে কড়ি দিয়ে কিনলাম ধারাবাহিক। এখানেই নতুন রূপে দেখা যাবে অর্কজা আচার্যকে।

গ্রামে বাবাকে নির্মম ভাবে হত্যা হতে দেখেছে দীপু ওরফে দীপঙ্কর সেন। এরপর প্রাণ হাতে নিয়ে সেখান থেকে শহর কলকাতায় চলে আসে সে। আশ্রয় নেয় কালীঘাটে। আশ্রিতা দীপুর মা অঘোর ভট্টাচার্যের বাড়িতে কাজ করে তার ছেলেকে মানুষ করে। এইভাবেই এগোয় কাহিনীর প্লট।

এরপরে দেখা যায়, দীপুর অঘোর দাদু বলে দুনিয়ায় কড়ি দিয়ে সব কেন যায়। কিন্তু সে তার মা কে শপথ করে কড়ি দিয়ে জীবন কেনা যায় না সে প্রমাণ করবে। সে সব সময় সৎপথে থাকবে।

এদিকে লক্ষ্মী ওরফে অর্কজাকে কলকাতায় পাঠিয়ে দেয় বার্মা। লক্ষ্মী কলকাতায় এসে ওঠে অঘোর দাদুর বাড়ির ভাড়াটে কাকা শচীনবাবুর বাড়িতে। লক্ষ্মীর সঙ্গে দীপুর একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময় দীপু এবং লক্ষ্মীর বোন সতী একে অপরকে ভালবাসলেও তাদের মনের কথা বলতে পারেনা। একে অপরের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি হয়। ভাগ্যের পরিহাসে লক্ষ্মী এবং সতীর জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে। এগোতে থাকে গল্প।

Back to top button