নতুন সপ্তাহে বড় চমক টিআরপি-তে! জগদ্ধাত্রী কি টপকাতে পারল অনুরাগের ছোঁয়াকে?

আবারো নতুন একটি সপ্তাহ। আর নতুন সপ্তাহ মানেই নতুন টিআরপির তালিকা। সামনে এলো এ সপ্তাহের নতুন টিআরপির তালিকা। গত সপ্তাহে দেখা গিয়েছিল প্রথম স্থান ধরে রাখতে লড়াই চলছিল অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রীর মধ্যে। এবারেও হিসেব টা খুব একটা বদলালো না।
এই সপ্তাহে দেখা গেল প্রথম স্থান দখল করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তারা পেয়েছে ৮.৯। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.৪। এরপর যথাক্রমে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। তারা পেয়েছে, ৮.২। চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ। এবার পেয়েছে ৭.৩।পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। ওই ধারাবাহিক পেয়েছে ৭.২। অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে হর গৌরী পাইস হোটেল। তাদের নম্বর ৬.৬।
সপ্তম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। তারা এবার পেল ৬.২। অন্যদিকে অষ্টম স্থানে আছে, এক্কা দোক্কা। ৫.৯ পেয়েছে এই ধারাবাহিক। নবম স্থানে রয়েছে পঞ্চমী। এই ধারাবাহিক পেয়েছে, ৫.৬। অন্যদিকে দশম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। তারা পেয়েছে ৫.৫।
এদিকে কার কাছে কই মনের কথা ধারাবাহিক এখন জমজমাট হয়ে চলছে। সম্প্রতি এই ধারাবাহিকের ফুলশয্যার দৃশ্য দেখে যদিও রেগে গিয়েছে দর্শকমহল। তবে এখন দেখার এই নতুন ধারাবাহিক কতটা জায়গা করতে পারে দর্শকদের মনে।