ফের উচাটন সূর্য-দীপার জীবনের! অনুরাগের ছোঁয়ায় এন্ট্রি নিচ্ছে নতুন ভিলেন

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপির দৌঁড়ে জগদ্ধাত্রীকে টপকে ফের এগিয়ে গেছে এই ধারাবাহিক। এবার ফের বদলে যাচ্ছে সূর্য ও দিপার সম্পর্কের সমীকরন। আবারও কি দূরত্ব বাড়বে তাদের মধ্যে? কারণ ধারাবাহিকে নতুন করে এন্ট্রি হচ্ছে আরও এক ভিলেনের। এবার সেদিকেই ঘুরবে গল্পের প্লট।
ধারাবাহিকে এখন আপাতত সূর্য ও দীপার মধ্যে মিটে গিয়ে তারা ভালোভাবেই সংসার করছেন। কিন্তু তা সহ্য হচ্ছে না মিশকার। তাই সে ফের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করতে উঠে পরে লেগেছে। এবার সে এক নতুন ফন্দি এঁটেছে। মিশকা তো খুনের অভিযোগ এনেছে সূর্যর বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে সূর্য।
আরও পড়ুন: গৌরী রূপে কোয়েল, দেবাদিদেব হলেন রনজয়! মহালয়ার আগেই দেখুন ‘যা দেবী সর্বভূতেষু’র ঝলক
এবার মিশকার উকিলের ভূমিকায় এন্ট্রি নেবে আয়েশা ভট্টাচার্য। যেখানে ষড়যন্ত্র আরও জটিল হবে। সূর্যর বিরুদ্ধে লড়তে দেখা যাবে তাঁকে। অর্থাৎ নেতিবাচক চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।
এদিকে মিশকা তার এবং সূর্যর মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল বলে দাবি করছে। এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এমনটাই প্রমাণ করতে চাইছে বারবার। তবে মিশকা এবার আটঘাট বেঁধেই নেমেছে। সূর্য তার ফার্টিলিটি পরীক্ষার জন্য শুক্রাণু দিয়েছিল ল্যাবে। সেখান থেকেই চুরি করেছিল মিশকা।
আরও পড়ুন: জোর টক্কর জগদ্ধাত্রী-অনুরাগের ছোঁয়ার! TRP-এর লড়াইয়ে এবার কে এগিয়ে? জানুন এই সপ্তাহের TRP রেটিং
এদিকে আয়েশা বেশ কয়েক মাস কাজ করতে না পেরে হতাশায় ডুবে গিয়েছিলেন। তবে প্রায় সাট মাস পর কাজ পেয়ে আবার খুশি তিনি। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের মাধ্যমে বহু দিন পর শুটিং ফ্লোরে ফিরলেন আয়েশা। দুর্গাপুজোর আগেই নতুন কাজ পেয়ে আনন্দিত আয়েশা।