মুখোমুখি প্রাক্তন! ইডেনের একদিকে নুসরত, অপরদিকে কোন অভিনেত্রীর সঙ্গে আলিজ্ঞন নিখিলের?

নুসরাত জাহান এবং যশ সুখে শান্তিতে দাম্পত্য জীবন যাপন করছেন। একসময় তাদের সম্পর্ক নিয়ে বহুল চর্চা হয়েছে টলিপাড়ায়। এমনকি গোটা সোশ্যাল মিডিয়াতেও তাদের সম্পর্ককে পরকীয়ার তকমা দেওয়া হয়েছিল। নানান বিতর্ক তৈরি হয়েছিল এই সম্পর্ক নিয়ে। কিন্তু সে সমস্ত কিছু কাটিয়ে এখনো একসাথে রয়েছেন তারা। কেটে গেছে প্রায় তিন বছর। প্রথম স্বামী নিখিল জৈন কে ছেড়ে যশের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। এবার ভারতের বিশ্বকাপ ম্যাচের দিন ইডেনে মুখোমুখি হলেন দুই প্রাক্তন।
ইডেনে তখন বিরাট ঝড়। ভারত ও সাউথ আফ্রিকার খেলা দেখার উত্তেজনায় ফুটছে সকলে। এরমধ্যেই মুখোমুখি দুই প্রাক্তন। নুসরত জাহান ও নিখিল জৈন। তবে কথা কিন্তু হল না। দূরত্ব থেকেই গেল।
যশের সঙ্গেই খেলা দেখতে গিয়েছিলেন নুসরত। অপরদিকে নিখিলকেও দেখা গেল অপর এক অভিনেত্রীর সঙ্গে। নিখিল পৌঁছে গিয়েছিলেন আগেই। সৌরসেনী এসে বসলেন নিখিলের পাশে। সৌরসেনী ও নিখিল প্রথমে একে অপরকে আলিঙ্গন করে বেশ কয়েক সেকেন্ড ধরে। এরপর গোটা ম্যাচ তাঁরা একসঙ্গে দেখেন।
প্রসঙ্গত, অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল দু’জনের সম্পর্কের। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। বিদেশেও ভ্রমণ করেছেন একইসঙ্গে। নুসরতের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নিখিলের বস্ত্র বিপণনী সংস্থার মুখ হয়ে ওঠেন সৌরসেনী। তবে যা এতদিন কানাঘুষো ছিল, এদিন তার চাক্ষুষ প্রমাণ মিলল।
প্রসঙ্গত, ২০২০ সালের অগস্টেই শুরু হয়েছিল যশ এবং নুসরতের প্রেমকাহিনী। তার কিছু মাস পরেই অন্তঃসত্ত্বা হন নুসরত। ২০২১ সালের অগস্ট মাসে মা হন তিনি। প্রথম দিকে ছেলের পিতৃ পরিচয় সামনে না আনলেও নিজেদের সম্পর্ককে মান্যতা দিয়েছিলেন। পরে অবশ্য জানান তাঁর সন্তানের বাবা যশ।
সোশ্যাল মিডিয়ায় বরাবর ই সক্রিয় এই জুটি। তাদের প্রেমময় পোস্ট এবং ছবি সব সময় ভাইরাল হয়। তবে তাদের সম্পর্ক নিয়ে বেশ কৌতুহলী দর্শকমহল।ইতিমধ্যেই তাঁরা নিজেদের প্রযোজনা সংস্থা খুলেছেন।