বরের পাশে বসেও অন্য পুরুষে মজে তৃণা! স্ত্রীর কেলেঙ্কারি ফাঁস করলেন নীল

ইডেনে তখন বিরাট ঝড়। ভারত ও সাউথ আফ্রিকার খেলা দেখার উত্তেজনায় ফুটছে সকলে। এরমধ্যেই বরের পাশে বসে অন্য পুরুষে মজলেন অভিনেত্রী তৃণা সাহা। আর স্ত্রীর এই কীর্তির কথা ফাঁস করলেন স্বয়ং তাঁর স্বামী নীল ভট্টাচার্য।
ক্রিকেটের নন্দন কাননে তখন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস ম্যাচ চলছে। অন্যান্য তারকাদের মত নীল আর তৃণাও গেছেন সেই ম্যাচ দেখতে। বরের পাশে বসে খেলাও দেখেন তিনি। কিন্তু অন্য এক পুরুষের প্রতি আকৃষ্ট তিনি। সেই পুরুষ কে জানেন!
তিনি আর কেউ নন। এক মাত্র বিরাট কোহলি। সেই সময় মন প্রাণ সব নিবেদন করেছেন বিরাট কোহলিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। সেখানেই এই কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ভারতের বিশ্বকাপ ম্যাচের দিন ইডেনে একইসঙ্গে উপস্থিত ছিলেন নুসরত জাহান ও নিখিল জৈন। তবে কথা কিন্তু হল না। দূরত্ব থেকেই গেল। যশের সঙ্গেই খেলা দেখতে গিয়েছিলেন নুসরত। অপরদিকে নিখিলকেও দেখা গেল অপর এক অভিনেত্রীর সঙ্গে। নিখিল পৌঁছে গিয়েছিলেন আগেই। সৌরসেনী এসে বসলেন নিখিলের পাশে। সৌরসেনী ও নিখিল প্রথমে একে অপরকে আলিঙ্গন করে বেশ কয়েক সেকেন্ড ধরে। এরপর গোটা ম্যাচ তাঁরা একসঙ্গে দেখেন।