হাতে অসংখ্য সূঁচ! হাসপাতালে ভর্তি করা হল যীশু-পত্নীকে, কী হল নীলাঞ্জনার?

Published on:

ধন্যবাদ যন্ত্রণার মধ্যে শিক্ষা দেওয়ার জন্য! ফের জল্পনা বাড়াল নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট

গুরুতর অসুস্থ যীশু সেনগুপ্তর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। ভর্তি হাসপাতালে। অসুস্থতার কথা তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। কিন্তু হঠাৎ হল কী অভিনেত্রী তথা প্রযোজকের?


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেখানে দেখা যাচ্ছে, হাতের পাতার ছবি। আর তাতে একাধিক সূঁচ ফোটানো। সেলাইনের চ্যানেল করা। ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, ‘ব্রোকেন বাট বিউটিফুল’।

   
 ⁠

নীলাঞ্জনার ঠিক কী হয়েছে এখনও জানা যায়নি। তবে শরীরে জলশূন্যতা তৈরি হয়েছে বলেই খবর। এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়াতেই উদ্বিগ্ন অনুরাগী মহল। উদ্বিগ্ন পরিবারের সদস্যরাও। সকলেরই প্রার্থনা তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক।

  
 ⁠
হাতে অসংখ্য সূঁচ! হাসপাতালে ভর্তি করা হল যীশু-পত্নীকে, কী হল নীলাঞ্জনার?
হাতে অসংখ্য সূঁচ! হাসপাতালে ভর্তি করা হল যীশু-পত্নীকে, কী হল নীলাঞ্জনার?

বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। ঠিক সময়ে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। আগের থেকে ভাল আছেন নীলাঞ্জনা। কী ভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন তা অবশ্য জানা যায়নি।